X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

পূর্বধলা ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, আহত ৭

নেত্রকোনা প্রতিনিধি
২২ জুলাই ২০১৭, ১৯:২৬আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৯:৩৩

নেত্রকোনা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীসহ সাত জন আহত হয়েছেন। শনিবার (২২ জুলাই) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। কলেজ ক্যাম্পাসে এখন আর কোনও উত্তেজনা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, শনিবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনির নেতৃত্বে ১০-১৫ জনের একটি বহিরাগত দল কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। অন্যদিকে, উপজেলা ছাত্রলীগ নেতা সুপথ চক্রবর্তী রিংকুর নেতৃত্বে কলেজ শাখার বেশ কয়েকজন নেতাকর্মী বহিরাগতদের ক্যাম্পাস থেকে বের করতে যান। এতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়ালে কলেজের বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী আহত হন। পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগ নেতা সুপথ চক্রবর্তী রিংকু বলেন, ‘উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান সরকারের উন্নয়নবিরোধী কথাবার্তা ও সংগঠনবিরোধী কার্যকলাপ করে আসছিল। এরই প্রেক্ষিতে কলেজের ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পদত্যাগের দাবিতে শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছিল। সমাবেশ পণ্ড করতেই মূলত তারা কলেজ ক্যাম্পাসে হামলা চালায়।’

অন্যদিকে, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনি বলেন, ‘কলেজে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে তারা ক্যাম্পাসে গিয়েছিলেন। এসময় দুই পক্ষে কথাকাটাকাটি হয়েছে মাত্র।’

পূর্বধলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহীদুল্লাহ খান বলেন, ‘আমি কলেজের কাজে একটু বাহিরে ছিলাম। শুনেছি, ছাত্রলীগের দুই পক্ষে কথাকাটাকাটির এক পর্যায়ে ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

ওসি অভিরঞ্জন দেব বলেন, ‘কলেজে ছাত্রলীগের দুই পক্ষের কথাকাটাকাটি হয়েছে। এ ঘটনায় ক্যম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা