X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

চাঁদপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ১৬:২৮আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:৩৬

আদালত

চাঁদপুরে মুকবুল হোসেন মাল নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে লুৎফুর রহমান খালাশী (৩০) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এ মামলার অন্য আসামি মো. সুজন খাঁকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। একই আদালতের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী (এপিপি) সাইয়েদুল ইসলাম বাবু বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিপি সাইয়েদুল ইসলাম বাবু জানান, লুৎফুর রহমান খালাশীকে মৃত্যুদণ্ড ও মো. সুজন খাঁকে যাবজ্জীবন দেওয়া ছাড়াও দুজনকেই ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে মো. সুজন খাঁকে আরও একবছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

হত্যার শিকার মুকবুল হোসেন মাল জেলার ডামুড্যা থানার বড়ইগাঁও গ্রামের মৃত মিন্নত আলী মালের ছেলে। তিনি চাঁদপুরের পুরানবাজারে দীর্ঘদিন ব্যবসা করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. লুৎফুর রহমান ডামুড্যা থানার পূর্ব ডামুড্যা গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সুজন খাঁ চাঁদপুর শহরের মধ্যম শ্রীরামদী কবর স্থান রোডের নান্নু খাঁর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৬ জানুয়ারি ব্যবসায়ী মুকবুল হোসেন মাল পুরানবাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান পলাশ ট্রেডার্সের কাজ শেষ করে রাত ১০টার দিকে গদি ঘরে ঘুমিয়ে পড়েন। রাত সোয়া ১১টায় লুৎফুর রহমান খালাশী ও মো. সুজন খাঁ পাশের হাজী এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানের ভেতর দিয়ে পলাশ ট্রেডার্সে প্রবেশ করে। এরপর তারা মুকবুলের কাছ থেকে সিন্ধুকের চাবি নিয়ে নগদ টাকাপয়সা নেওয়ার চেষ্টা করে। এসময় মুকবুল চিৎকার করলে তারা তাকে গলাকেটে হত্যা করে। মুকবুলের চিৎকারে সড়কে থাকা পুরানবাজার পুলিশ ফাঁড়ির টহলরত পুলিশ ঘটনাস্থলে এসে মুকবুলকে রক্তাক্ত অবস্থায় দেখে এবং রক্তমাখা ছুরি উদ্ধার করে। এসময় লুৎফুর ও সুজনকে আটক করে স্থানীয়রা। এ ঘটনায় নিহত মুকবুল হোসেন মালের ভাই আবুল হোসেন বাদী হয়ে রাতেই আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ৩১ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার আদালতে চার্জশিট দেন। আদালত গত ৪ বছরে ২৩ জন সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য নিয়ে মামলার রায় দেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
২৫ মে বিশ্ব ফুটবল দিবস
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
৪৬৮ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার
আইএমএফের তৃতীয় কিস্তির টাকা কবে পাবে বাংলাদেশ
আইএমএফের তৃতীয় কিস্তির টাকা কবে পাবে বাংলাদেশ
সুন্দরবনে আগুন: ১১ নাগরিকের উদ্বেগ
সুন্দরবনে আগুন: ১১ নাগরিকের উদ্বেগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ