X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

বগুড়ার ৩০ হাজার মানুষ পানিবন্দি

বগুড়া প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ২৩:২১আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ২৩:২৮

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঘরবাড়ি ঢুবে গেছে কয়েক দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার নয়টি ইউনিয়নে ৩০ হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অনেকে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। রবিবার (১৩ আগস্ট) সকালে কালিতলা হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় যমুনা নদীতে পানি ৫০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে সকালে পানি বিপদসীমার ৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঢুবে আছে শিক্ষা প্রতিষ্ঠান সারিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম জানান, বন্যার পানি সারিয়াকান্দি সদর, কুতুবপুর, কামালপুর, চন্দনবাইশা, কর্ণিবাড়ি, চালুয়াবাড়ি, বোহাইল, কাজলা ও হাটশেরপুর ইউনিয়নে প্রবেশ করায় নয় হাজার ১৩০ পরিবারের ৩০ হাজার ১৬০ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।  বন্যা দুর্গতদের কেউ কেউ বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। রোপা আমনসহ বিভিন্ন ফসলের ৫১০ হেক্টর জমি ডুবে গেছে। এতে তিন হাজার ৭০০ কৃষক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্কুলে পানি ঢুকে পড়েছে। তবে রবিবার বিকাল পর্যন্ত কোনও স্কুল বন্ধ ঘোষণা করা হয়নি।

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ঢুবে গেছে মাঠের ফসল অন্যদিকে ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে দুই হাজার এবং সোনাতলার তেকানি চুকাইনগর, পাকুল্যা ও মধুপুর ইউনিয়নে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী জানান, কিছু বিদ্যালয়ে বন্যার পানি ঢোকার খবর পাওয়া গেছে।  তবে রবিবার বিকাল পর্যন্ত কোনও বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়নি।

/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা