X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মহাসড়ক নয়, যেন মহানরক!

উজ্জল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
২৫ আগস্ট ২০১৭, ১৬:৫৪আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৬:৫৯

খান-খন্দে ভরা মহাসড়ক কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার অংশের প্রায় ২০ কিলোমিটার খানাখন্দে ভরা। একটু বৃষ্টিগুলো সেগুলো ভরে যায়। বেহাল এই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে চরমভোগান্তিতে পড়েন গাড়িচালক ও যাত্রীরা। রাস্তায় খানা-খন্দ থাকায় তীব্র ঝাঁকুনিতে অনেক সময় গাড়ির মূল্যবান জিনিসপত্র ভেঙে যায়। আবার অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাই তো এই মহাসড়ক দিয়ে চলাচলকারী বাসচালক ক্ষোভ প্রকাশ করে বলেন,  ‘এই সড়ক তো মহাসড়ক নয়,যেন মহানরক।’

সড়ক বিভাগ বলছে,সড়কটি পুনঃনির্মাণ করা ছাড়া আর বিকল্প কোনও উপায় নেই।

বেহাল সড়ক

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিন এই মহাসড়ক দিয়ে চট্টগ্রাম সিলেট -ময়মনসিংহ বিভাগের ১৫টি জেলার অন্তত ১৮ হাজার যানবাহন চলাচল করে।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিকল্প মহাসড়ক কুমিল্লা-সিলেট মহাসড়ক। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড় থেকে উজানিসার পর্যন্ত অংশের প্রায় ২০ কিলোমিটার সড়ক জুড়ে বড়-বড় গর্ত হয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এই বেহাল রাস্তা দিয়ে চলতে গিয়ে অভ্যন্তরীণ এবং দূর পাল্লার রুটের যাত্রী এবং পরিবহন চালকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

মহাসড়ক নয়, যেন মহানরক!

ট্রাক শ্রমিক জাকির হোসেইন, শাহিন মিয়া, কাজল হাজরা জানান, এটাকে মহাসড়ক বললে ভুল হবে। সড়ক দিয়ে চলার সময় তীব্র ঝাঁকুনিতে প্রায়ই গাড়ির এক্সেলসহ মূল্যবান যন্ত্রপাতি ভেঙে গাড়ি বিকল হয়ে যায়।

একই কথা জানান বাসচালক সুলতান খাঁ, জমির হোসেন, রসুল ইসলাম। তারা জানান, এই সড়কে চলতে গিয়ে যাত্রীরা তীব্র ঝাঁকুনির কারণে অসুস্থ হয়ে পড়ছেন। রাস্তাগুলো দেখে মনে হয় এটা দেখার কেউ নেই।

বাসযাত্রী কিরণ মিয়া,এনামুল হক ও রিজিয়া সুলতানা জানান,রাস্তার অবস্থা যে এত খারাপ হতে পারে তা বাসে করে ব্রাহ্মণবাড়িয়া না আসলে বোঝার উপায় নেই। তারা সড়কটি দ্রুত মেরামত করতে সরকারের কাছে দাবি জানান।

  মহাসড়ক নয়, যেন মহানরক!

মহাসড়কের বেহাল অবস্থা সম্পর্কে জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি জেসমিন খানম জানান, কুমিল্লা-সিলেট মহাসড়ককে বর্তমান অবস্থায় মহাসড়ক বলা ঠিক হবে না। যাত্রীরা এই সড়কটি নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন। চালকরাও অসহায় অবস্থায় যানবাহন চালাচ্ছেন। ঈদের আগে ঘরমুখো যাত্রীদের যাতায়াত নিশ্চিত করতে দ্রুত সড়কটি মেরামত করার দাবি জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এহতেশাম রাশেদ বলেন, ‘অতি বৃষ্টি এবং এই মহাসড়কে উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না পাওয়ায় সড়কটির বেহাল দশা। আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো এবং ঈদের পরে কর্মক্ষেত্রে ফেরা মানুষ যেন ভোগান্তিতে না পরে সেজন্য আমারা মহাসড়কের বিভিন্ন অংশে ইট, বালি, সুরকি দিয়ে ভরাট করে সড়কটি সচল রাখার চেষ্টা করে যাচ্ছি।’

মহাসড়ক নয়, যেন মহানরক!

ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য রআরম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন,‘১০ দিনের মধ্যে মহাসড়ক উন্নয়ন করতে সড়ক  পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের  নির্দেশনা ছিল। এ নির্দেশনার পর আমি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং বিভাগীয় প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি।  কিন্তু সেতুমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত হয়েছে।’ এ ব্যাপারে সড়ক ও সেতুমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।

 

 

 

/এআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা