X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের এক জায়গায় রাখতে দুই হাজার একর জমি নির্ধারণ

আবদুল আজিজ, কক্সবাজার
১০ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫৭আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫১

রোহিঙ্গাদের এক জায়গায় রাখার জন্য ২ হাজার একর জমি নির্ধারণ (ছবি: প্রতিনিধি) মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংস ঘটনায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য বনবিভাগের দুই হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। এসব জমিতে খুব দ্রুত কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। একইসঙ্গে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব রোহিঙ্গার বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ ও নিবন্ধন করার উদ্যোগও নেওয়া হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল এসব তথ্য জানান।

সচিব শনিবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত দুই দিন কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন এলাকায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছি। এতে আমাদের মনে হয়েছে রোহিঙ্গাদের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব রোহিঙ্গাদের অনেকেই বিচ্ছিন্নভাবে রয়েছে। বিচ্ছিন্নভাবে ছড়িয়ে থাকা এসব রোহিঙ্গাদের মূলত এক জায়গায় করার জন্য কিছু জমি নির্ধারণ করেছি। নির্ধারিত জমিতেই রোহিঙ্গাদের জন্য সাময়িকভাবে ক্যাম্প তৈরি করা হবে। আর রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করে তাদের নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে।’ কক্সবাজারে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা (ছবি: প্রতিনিধি)

মিয়ানমারের রাখাইনে দেশটির নিরাপত্তা বাহিনীর অভিযানের মুখে প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ৩ লাখ। এসব রোহিঙ্গারা টেকনাফ, উখিয়াসহ কক্সবাজারের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। সীমান্তের এপারে পাহাড়ে, রাস্তায় আশ্রয় নিয়েছে অনেকে। আর একারণে এসব রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে বায়োমেট্রিক পদ্ধতিতে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য সংগ্রহ ও নিবন্ধনের সুবিধার জন্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের নির্দিষ্ট জায়গায় জড়ো করার প্রক্রিয়াও ইতোমধ্যে শুরু করা হয়েছে। এই কাজে সহায়তা করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, খুব অল্প সময়ে মধ্যে রোহিঙ্গাদের নাম, ঠিকানাসহ ছবি এবং আঙ্গুলের ছাপ সম্বলিত একটি তালিকা করা হবে। এজন্য পাসপোর্ট অধিদফতরকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এই কার্যক্রম শুরু করা হবে। কক্সবাজারে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা (ছবি: প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের নিবন্ধন ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছেন জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও এর আগে বলেছেন, ‘রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় দুই হাজার একর জমি নির্ধারণ করা হয়েছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। এজন্য আন্তর্জাতিকভাবে মিয়ানমার সরকারকে চাপ প্রয়োগ করা হচ্ছে।’

গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলা চালায় সে দেশের একটি বিদ্রোহী গ্রুপ। এতে ১২ পুলিশ সদস্য বহু রোহিঙ্গা হতাহত হয়। এঘটনায় মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযানের নামে সাধারণ মানুষ ওপর হত্যা, ধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগসহ নানা ধরনের নির্যাতন চলছে। এ কারণে প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে এসেছেন হাজার হাজার রোহিঙ্গা।

আরও পড়ুন- 'এতদিন তো মাথা গোঁজার ঠাঁই ছিল, এখন তো রাস্তায় নামিয়ে দিলো’

/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে: প্রধানমন্ত্রী
‘হতাশা থেকে রোহিঙ্গারা আইনবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারে’
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বশেষ খবর
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
আমিরাতের গোল্ডেন ভিসা পাচ্ছেন শাকিব খান!
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
১৭ রোগীকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রে এক নার্সকে ৭৬০ বছরের কারাদণ্ড
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারের সফলতায় কিছুটা দায়মুক্ত হয়েছি: মুক্তিযুদ্ধমন্ত্রী
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
ক্রিমিয়ায় মার্কিন নির্মিত ৪টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি রাশিয়ার
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে