X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

কুষ্টিয়ায় চালের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদার

কুষ্টিয়া প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:১২

চাল গুদাম

কুষ্টিয়ায় চালের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর মনিটরিং এর পাশাপাশি নিয়মিত টাস্কফোর্সের অভিযান শুরু হয়েছে। দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে সম্প্রতি কয়েক দফা চালের দাম বাড়ায় এ অভিযান জোরদার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর ) বিকেলে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য  জানান।

তিনি জানান, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে কঠোর মনিটরিং করা হচ্ছে। এর পাশাপাশি নিয়মিত টাস্কফোর্সের অভিযান চলছে। সোমবার জেলার বড় বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এছাড়াও বিভিন্ন রাইস মিলে মনিটরিং করা হচ্ছে। প্রতিদিন এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বাংলাদেশ চাল কল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদকে গ্রেফতারে কোনও নির্দেশনা নেই। তবে যেহেতু উনার অনেক বড় মিল তাই নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে। এছাড়াও দেশের প্রসিদ্ধ চালের মোকাম খাজা নগরে প্রায় চারশ’ চালকল রয়েছে। সেখানে চাল মজুদ করা হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারি করা হচ্ছে।

প্রসঙ্গত, গত রবিবার (১৭ সেপ্টেম্বর) বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদের নির্দেশের পরপরই বিকেলে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের (এসপি) নেতৃতে বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় কয়েকটি গুদামে টাস্কফোর্সে’র অভিযান চালানো হয়। রবিবার বিকেল সোয়া ৪টার দিকে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান ও পুলিশ সুপার এসএম মেহেদী হাসানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরে অবস্থিত রশিদ এগ্রো ফুড লিমিটেডে অভিযান চালায়। এরপর টাস্কফোর্স সদস্যরা পাশের জোয়ার্দ্দার রাইস মিলে অভিযান চালায়।  এরআগে গত ১১ সেপ্টেম্বর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আব্দুর রশিদের ১৩টি গোডাউনে অভিযান চালায়। ওই সময় বেশি দামে চাল বিক্রির অভিযোগে রশিদ অ্যাগ্রোকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, গত এক মাসের ব্যবধানে এই মোকামে মিনিকেট চালের দাম বেড়েছে কেজি প্রতি ৫ টাকা। চালকল মালিকদের দাবি বর্তমানে বাজার থেকে বেশি দামে ধান কেনার কারণেই তারা চালের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। এবিষয়ে সোমবার বিকেলে বাংলাদেশ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি আব্দুর রশিদের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ডক্টরেট ডিগ্রি পেলো বিড়াল!
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
ভাতাভোগীরা যেন নিজেদের অসহায় মনে না করেন: সমাজকল্যাণমন্ত্রী
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
হারপিক ও সাজেদা ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা চুক্তি
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
শেষ দিনে সতীর্থদের আবেগপ্রবণ হতে বারণ আর্সেনাল অধিনায়কের
সর্বাধিক পঠিত
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান