X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

যাত্রাবিরতির দাবিতে লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন

গাজীপুর প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৫৫

ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের শ্রীপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে লাল পতাকা উড়িয়ে ট্রেন থামিয়েছেন আন্দোলনকারীরা। এ রুটে চলাচলকারী যমুনা এক্সপ্রেস ট্রেনের নিয়মিত বিরতি ও টিকেট কাউন্টার স্থাপনের জন্য বিগত ৬ মাস ধরে আন্দোলন করছেন শ্রীপুরবাসী।

লাল পতাকা উড়িয়ে থামানো হলো ট্রেন আন্দোলনের অংশ হিসেবে রবিবার (২৪সেপ্টেম্বর) লাল পতাকা উড়িয়ে থামানো হয় ট্রেন। পাশাপাশি মানববন্ধনও করেছেন এলাকাবাসী। মানববন্ধনে মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। এসময় জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী ট্রেনটি শ্রীপুর স্টেশনে ২০ মিনিট যাত্রাবিরতি করে।

আন্দোলনের সমন্বয়ক তপন কুমার বণিক বলেন, ‘গত বছর থেকে প্রতিদিন যমুনা এক্সপ্রেস ট্রেনটির যাত্রাবিরতি ও টিকেট কাউন্টারের দবিতে আন্দোলন করছে শ্রীপুরবাসী। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।’

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলী গত বছরের ৪ ডিসেম্বর জাতীয় সংসদের নির্ধারিত প্রশ্নোত্তরপর্বে এ নিয়ে কথা বলেছেন। মন্ত্রী বেশ কয়েকবার আশ্বাসও দিয়েছেন। তারপরও টিকেট কাউন্টারের ব্যবস্থা করা হয়নি।’

মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু বলেন, ‘টিকিটের ব্যবস্থা না থাকায় প্রতিদিন শ্রীপুরের যাত্রীদের হয়রানি করা হয়। ঢাকা যাওয়ার পথে ২৫ কিলোমিটার দূরে পরবর্তী স্টেশন জয়দেবপুর থেকে যাত্রীরা টিকিট করে উঠেন। অথচ শ্রীপুরে টিকিটের ব্যবস্থা করা হয়নি।’

শ্রীপুরের স্টেশনমাস্টার মো. শাহাজাহান মিয়া বলেন, ‘ভোর সাড়ে পাঁচটা থেকে হাজার হাজার মানুষ ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে শ্রীপুর প্লাটফর্মে অবস্থান নিতে শুরু করে। তারা লাল পতাকা নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ট্রেন থামায়। ২০ মিনিট পর ট্রেন লাইন থেকে তারা সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

/এসএসএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে