X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

হাকালুকি হাওর থেকে ইলিশের নমুনা সংগ্রহ বিশেষজ্ঞ দলের

মৌলভীবাজার প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ০১:১৪আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ০১:১৮

হাকালুকি থেকে সংগৃহীত ইলিশৈ

মৌলভীবাজারের হাকালুকি হাওরে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে। এ খবর পেয়ে জগন্নাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দল এসে হাকালুকি হাওর থেকে ইলিশের নমুনা সংগ্রহ করেছেন। তারা পদ্মার ইলিশের সঙ্গে এখানকার ইলিশের মিল-অমিল খুঁজে দেখবেন।

কুলাউড়ার উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৩০ সেপ্টেম্বর) তিন  সদস্যের একটি বিশেষজ্ঞ দল দিনব্যাপী হাকালুকি হাওরে ইলিশের নমুনা সংগ্রহ করে। বিশেষজ্ঞ দলের সদস্যরা হলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সাইফল্লাহ হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন এবং অনুজীব বিদ্যা বিভাগের গবেষণা সহযোগী অভিজিৎ দাস ও অলি আহমদ।

হাকালুকি হাওরে বিশেষজ্ঞ দল কুলাউড়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. সুলতান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাকালুকি হাওর থেকে সংগ্রহ করা ইলিশ ল্যাবরেটরিতে নিয়ে কেমিক্যাল ও জেনেটিক পরীক্ষা করবেন বিশেষজ্ঞ দলটি। এই গবেষকরা মূলত পদ্মার ইলিশের সঙ্গে হাকালুকির ইলিশের মিল-অমিল খুঁজে বের করবেন। তাছাড়া, মিটাপানিতে ইলিশ চাষ সম্ভব কিনা তাও দেখবেন।’

তিনি আরও বলেন, ‘গত কয়েক বছর থেকে অকাল বন্যা দেখা দেয় হাকালুকি হাওরে। চৈত্রমাসের শেষ দিকে এবং বৈশাখ মাসের শুরুতে পাহাড়ি ঢলের কারণে এই বন্যা হচ্ছে। ঢলের পানি হাকালুকি হাওর থেকে কুশিয়ারা নদী দিয়ে মেঘনায় মিলিত হয়। এ সময়টা মূলত ইলিশের প্রজনন মৌসুম। মেঘনা থেকে স্রোতের প্রতিকূলে ছুটতে ছুটতে হাকালুকি হাওরে ইলিশ চলে আসে। এসব ইলিশই এখন জেলেদের জালে ধরা পড়ছে।’

আরও পড়ুন:  রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির নেপথ্যে

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
কম শক্তির আবাহনীর বিপক্ষেও জিততে পারেনি মোহামেডান
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরে দুর্ঘটনার পর ট্রেন চলাচল শুরু
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ