X
রবিবার, ১৯ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

গির্জার ফাদার অপহরণ: ছাত্রলীগ নেতার পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

গাজীপুর প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ১৪:৪২আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১৪:৪২

গাজীপুর কাকরাইলে গির্জার ফাদারকে অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় গ্রেফতার টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। মামলার  তদন্তকারী কর্মকর্তা টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাসানুজ্জামান বুধবার বিকালে সৌরভকে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য এ রিমান্ড আবেদন করেন। পরে বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে আগামী রবিবার (৮ অক্টোবর) রিমান্ড শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি হাসানুজ্জামান বলেন, ‘প্রধান আসামি সৌরভকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে নেওয়ার পর জিজ্ঞাসাবাদে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। সৌরভের দেওয়া তথ্য অনুযায়ী অপহরণের ঘটনায় জড়িত অন্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৌরভ তার সহযোগী হিসেবে যাদের নাম প্রকাশ করেছে তাদেরও মামলায় আসামি করা হয়েছে।’

ওসি হাসানুজ্জামান আরও জানান, সৌরভ ছাড়া অন্যান্য আসামিরা হলো- হাসান (২৬), জয়নাল (২৭) এবং হাসান (২৫)। পুলিশের জিজ্ঞাসাবাদে সৌরভ তার সহযোগীদের বিস্তারিত ঠিকানা প্রকাশ করেনি।

গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ জানান, ‘সৌরভকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে প্রকৃত বিষয়টি জানার জন্য ছাত্রলীগের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।’

উল্লেখ্য,  ঢাকার কাকরাইল গির্জার ফাদার শিশির নাতালে গ্রেগরিকে অপহরণের অভিযোগে টঙ্গী কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামস কবির সৌরভকে সোমবার দিনগত রাতে টঙ্গীর পাগাড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। সোমবার(২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় অপরিচিত একটি মোবাইল থেকে ফাদার শিশির নাতালে গ্রেগরিকে ফোন করে বলা হয় ‘আপনার বোন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি এখন টঙ্গীর পাগাড় মার্কেটে আছেন। আপনার বোনের অবস্থা খুব খারাপ, আপনি যত দ্রুত সম্ভব আসেন’। এই ফোন পেয়ে নাতালে গ্রেগরি কাউকে কিছু না বলে দ্রুত টঙ্গীর উদ্দেশে রওনা দেন। বিকাল ৩টায় ফকির মার্কেটে ফোনদাতার কাছে পৌঁছান এবং তার বোনের অবস্থা জানতে চান। পরে তাকে বোনের কাছে নেওয়ার কথা বলে ফকির মার্কেটের কাছে একটি কক্ষে নিয়ে আটক করে অপহরণকারীরা। অপহরণকারীরা তার একটি আই ফোন, হাত ঘড়ি ও ১৩’শ টাকা লুটে নেয়। পরে আরও তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এক পর্যায়ে ফাদার সন্ধ্যা সাড়ে ৭টায় কৌশলে কক্ষ থেকে বের হয়ে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যেতে চেষ্টা করে। তখন সৌরভকে হাতেনাতে ধরে টঙ্গী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় ফাদার বাদী হয়ে সৌরভকে প্রধান আসামি করে টঙ্গী থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন- গির্জার ফাদারকে অপহরণের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
সংকট থেকে উত্তরণে তরুণদের এগিয়ে আসার আহ্বান মেননের
কানে ঝুলছে বাংলাদেশের দুল!
কান উৎসব ২০২৪কানে ঝুলছে বাংলাদেশের দুল!
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
ধোনি-জাদেজার লড়াই ছাপিয়ে প্লে অফে বেঙ্গালুরু
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
হীরকজয়ন্তীর পর সংগঠনে মনোযোগ দেবে আ.লীগ
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?