X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মাইক্রোসফটের অফিসে বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ার গল্প বলে গেলো ফাতেমা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৭, ২০:২৭আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০৮:৫৫

ফাতেমা খাতুন সাত বছর আগে চতুর্থ শ্রেণিতে পড়ার সময় কুড়িগ্রামের ফাতেমার বিয়ে ঠিক করে তার বাবা। তবে বাধ সাধে আশার আলো পাঠশালা। বাল্যবিয়ের খবর পেয়ে পাঠশালা কর্তৃপক্ষ তার বিয়ে বন্ধ করে লেখাপড়ার দায়িত্ব নেয়। আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই  থেকে আলোর পথে ফেরা। বড় হয়ে তথ্যপ্রযুক্তির শিক্ষক হতে চায় সে। সম্প্রতি ঢাকায় মাইক্রোসফট বাংলাদেশ হেড অফিস পরিদর্শনের সুযোগ পায় সে। মাইক্রোসফটের অফিসে এসে বাল্যবিয়ে থেকে নিজের বেঁচে আসার গল্প শোনায় ফাতেমা খাতুন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ঢাকায় মাইক্রোসফট হেড অফিসের আমেরিকান প্রতিনিধি দলের উপস্থিতিতে ফাতেমা অফিসটি ঘুরে দেখার সুযোগ পায়। সঙ্গে ছিলেন তার বাবা আয়নাল হক ও আশার আলো পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ বর্মন। কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের ভুইয়াটারী গ্রামের বাসিন্দা ফাতেমা এখন উচ্চ মাধ্যমিকের ছাত্রী।

ফাতেমা জানায়, আশার আলো পাঠশালা তাকে চতুর্থ শ্রেণিতে ভর্তি করায়। এরপর পঞ্চম শ্রেণি ও অষ্টম শ্রেণিতে সে জিপিএ-৫ অর্জন করে। এসএসসিতে সে মানবিক বিভাগ থেকে ৪.৯০ জিপিএ অর্জন করে। এখন উচ্চ মাধ্যমিকে পড়ছে। এ পথ চলায় পড়াশোনার পাশাপাশি সে আশার আলো পাঠশালায় কম্পিউটার প্রশিক্ষণও নিতে থাকে। সঙ্গে চলে ইংরেজিতে কথা বলার চেষ্টাও। প্রান্তিক নারীদের প্রতিনিধি হিসেবে সে ডাক পায় মাইক্রোসফট বাংলাদেশ হেড অফিস পরিদর্শনের।

ফাতেমা খাতুন ২০১০ সালের পর বেশ কয়েকবার তার বিয়ে হওয়ারও উপক্রম হয়। প্রতিবারই সে নিজের চেষ্টায় পারিবারিক ও সামাজিক চাপ উপেক্ষা করে পড়ালেখা চালিয়ে আসছে। ফা‌তেমা ভ‌বিষ্য‌তে কু‌ড়িগ্রা‌মের সু‌বিধা ব‌ঞ্চিত মে‌য়ে‌দের নি‌য়ে কাজ কর‌তে চায়।আগামী ২০ অ‌ক্টোবর ‘জয় বাংলা ই‌য়ুথ অ্যাওয়াড-২০১৭’ তে আমন্ত্রণ পে‌য়ে‌ছে ফাতেমা।

ফাতেমা জানায়, তার স্বপ্ন তথ্যপ্রযুক্তির (কম্পিউটার) একজন শিক্ষক হওয়া। মাইক্রোসফট বাংলাদেশের হেড অফিসে সে তার বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়ার গল্প বলেছে। চতুর্থ শ্রেণিতে পড়া অবস্থায় বাল্যবিয়ের পিড়ি থেকে উঠে এসে, পারিবারিক, সামাজিক নির্যাতনের স্বীকার হয়েও কিভাবে সে আজ এইচএসসিতে পড়ালেখা করছে সে বিষয়গুলোও তুলে ধরেছে।  

ফাতেমার বাবা আয়নাল হক বলেন, ‘আমি এখন উপলব্ধি করছি আমার মেয়ের বাল্যবিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছিল ভুল। আমার মেয়ে যতদূর পর্যন্ত পড়তে চায় পড়বে, আমার আর তাতে কোনও বাধা থাকবে না।’

আশার আলো পাঠশালার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কুমার বিশ্বজিৎ বর্মন বলেন, ‘ফাতেমা নিজের চেষ্টা, ধৈর্য আর একাগ্রতায় আজ এই যোগ্যতা অর্জন করেছে। আজকের এই সুযোগ তৈরি করে দিয়েছেন মাইক্রোসফটের বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বাসির কবির। আমিও সৌভাগ্যবান যে তার সফর সঙ্গী হওয়ার সুযোগ পেয়েছি।’

 

/এনআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ