X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

প্রধান শিক্ষকের চড়ে অসুস্থ প্রথম শ্রেণির শিক্ষার্থী

শরীয়তপুর প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ০৩:২৬আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ০৩:২৬

 

শরীয়তপুর শরীয়তপুরের জাজিরা উপজেলায় স্কুল ইউনিফর্ম না পরায় প্রধান শিক্ষকের চড়ে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর অসুস্থ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা সিটি স্ক্যানসহ উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

শনিবার দুপুর ১২ টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মিরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার মিরাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন শনিবার দুপুর ১২টার দিকে বাংলা ক্লাস নেওয়ার জন্য প্রথম শ্রেণির কক্ষে প্রবেশ করেন। এ সময় ইউনিফর্ম পরে না আসায় শিশু কবিরকে (৬) জোরে থাপ্পড় দেন। এতে কবির ঘটনাস্থলেই পায়খানা-প্রসাব করে দিয়ে অজ্ঞান হয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর জ্ঞান ফিরে এলেও পরে শিশুটি আরও অসুস্থ হয়ে যায়। পরে ওইদিনই সন্ধ্যায় তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান বলেন, ‘শিশুটিকে শনিবার সন্ধ্যায় কিছুটা অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করে তার পরিবার। থাপ্পড় দেওয়ার পর যেহেতু শিশুটি বমি করেছে, তাই আমরা তার পরিবারকে ঢাকা নিয়ে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছি।’

শিশুটির মা রোজিনা বেগম বলেন, ‘স্কুল ড্রেস না পরে যাওয়ার অপরাধে এভাবে আমার বাচ্চাটাকে মারলো। ওর যদি বড় কোনও ক্ষতি হয়ে যায়?  আমরা গরীব মানুষ, কিভাবে ওর চিকিৎসা করবো?’

বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষিকা জাকিয়া সুলতানা বলেন, ‘উনি (প্রধান শিক্ষক) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গেই উগ্র ও অসভ্য আচরণ করেন। এত ছোট্ট শিশুকে ধাপ্পড় দিয়ে উনি ঠিক করেননি। শিশুদের শিক্ষা দেওয়ার মতো উপর্যুক্ত উনি নন।’

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মহাব্বত খান বলেন, ‘শিক্ষার্থীকে মারধরের বিষয়টি প্রধান শিক্ষক অস্বীকার করলেও স্কুলে সবার সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রবিবার দুপুরে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে জাজিরা থানায় লিখিত অভিযোগ করেছেন আহত শিক্ষার্থী কবির হোসেনের বাবা কুদ্দুস মোল্যা।

জা‌জিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘শিশু শিক্ষার্থীকে মারধরের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। শিশুটির গায়ে আঘাতের চিহৃ রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘শিশুটি আগে থেকেই অসুস্থ ছিল। স্কুল ড্রেসের কথা জিজ্ঞেস করতেই সে কান্না শুরু করে দেয়। আমি শুধু মাথায় হাত দিয়ে ড্রেসের কথা জিজ্ঞাসা করি, কোনও থাপ্পড় দেয়নি।’

আরও পড়ুন:
আপনাদের শুদ্ধ করবো, আ.লীগকে খালেদা জিয়া

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা