X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আজ গোবিন্দগঞ্জ মুক্ত দিবস

গাইবান্ধা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৭, ১০:৫৩আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১০:৫৩

আজ গোবিন্দগঞ্জ মুক্ত দিবস আজ ১২ ডিসেম্বর (মঙ্গলবার) গোবিন্দগঞ্জ মুক্ত দিবস। গোবিন্দগঞ্জে ৯ মাসের যুদ্ধের সমাপ্তি হয় এ দিনে। ১৯৭১ সালের ১১ ডিসেম্বর ভোর রাতে মুক্তিকামী বাঙালি কাটাখালি ব্রিজে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিকামী বাঙালির ত্রিমুখী আক্রমণে নিহত হয় দুই শতাধিক পাকহানাদার বাহিনী। পরেরদিন ১২ ডিসেম্বর শত্রু মুক্ত হয়েছিল গোবিন্দগঞ্জ উপজেলা। বিজয়ের স্বাদ পান মুক্তিকামী ও সাধারণ মানুষ। ওইদিন আনন্দ-উল্লোসে মুক্তিকামী ও ছাত্র-জনতা সমাবেশে ওড়ানো হয় লাল সবুজের বিজয়ের পতাকা।

গোবিন্দগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার মো. নুরুল ইসলাম বলেন, ‘২৫ মার্চ রাতে ঢাকায় গণহত্যার খবর ওয়্যারলেসের মাধ্যমে গোবিন্দগঞ্জে পৌঁছায়। তখন পাকিস্তানী হানাদার বাহিনীকে প্রতিহত করতে স্বাধীনতা পাগল জনতাকে সঙ্গে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠনকে নিয়ে সংগ্রাম কমিটি গঠিত হয়। সংগ্রাম কমিটি গোবিন্দগঞ্জের অদূরে বগুড়া-রংপুর মহাসড়কের কাটাখালী সেতুটি ধ্বংস করে পাকিস্থানী বাহিনীর অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।’

আজ গোবিন্দগঞ্জ মুক্ত দিবস তিনি আরও বলেন, ‘২৬ মার্চ সারারাত চলে প্রস্তুতি। ২৭ মার্চ সকালে শতশত মুক্তি পাগল তরুণ, যুবক, ছাত্র জনতা কোদাল, শাবল, হাতুড়ি, খুন্তি ইত্যাদি নিয়ে ট্রাকে করে কাটাখালীতে জড়ো হতে থাকে। সেখানে প্রতিরোধ গড়ে তুলতে সেতু ধ্বংস করার কাজ শুরু হয়। ব্রিজের উওর পাশের কিছু অংশ ভাঙা হলে হঠাৎ করে রংপুরের দিক থেকে পাক বাহিনীর একটি কনভয় ছুটে আসে ব্রিজের কাছে। কনভয়টি পৌঁছেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে মুক্তি পাগল বাঙালির ওপর। এ সময় দিকবিদিক ছুটে পালায় অনেকে। এলোপাতাড়ি গুলির আঘাতে শহীদ হন আবদুল মান্নান আকন্দ, বাবলু মোহন্ত ,বাবু দত্তসহ অজ্ঞাত পরিচয় এক কিশোর ও এক বৃদ্ধ।’

আজ গোবিন্দগঞ্জ মুক্ত দিবস মো. নুরুল ইসলাম বলেন, ‘তখন থেকে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১১ ডিসেম্বর ভোর রাতে হিলি গাইবান্ধা এবং বোনারপাড়া ও মহিমাগঞ্জ থেকে আসা মুক্তিযোদ্ধাদের  ত্রিমুখী আক্রমণে প্রায় দুই শত পাকসেনা নিহত হয়। এসময় ভয়ে পালিয়ে যায় অন্যেরা। পরেরদিন ১২ ডিসেম্বর জয় বাংলা শ্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে মক্তিযোদ্ধা ও ছাত্রজনতা হাইস্কুল মাঠে সমবেত হয়ে লালসবুজ জাতীয় পতাকা উত্তালন করে। হানাদার মুক্ত হয় গোবিন্দগঞ্জ।’

এদিকে, ১২ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদসহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আরও পড়ুন:
আজ আদমদীঘি মুক্ত দিবস

/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেশনে পণ্য চান শ্রমিকরা
রেশনে পণ্য চান শ্রমিকরা
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
অশ্রুসিক্ত হয়ে চেলসি ছাড়ার ঘোষণা ব্রাজিলিয়ান ডিফেন্ডারের
বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসি’র
বিশ্ববিদ্যালয়ে ই-রিসোর্সের ব্যবহার বাড়ানোর আহ্বান ইউজিসি’র
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
নগরের তীব্র উত্তাপ কি শীতাতপ নিয়ন্ত্রিত মনকে ছুঁতে পারে?
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ