X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

বোরো চাষ নিয়ে নানামুখী সংকটে হাওরের কৃষকরা

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
১২ ডিসেম্বর ২০১৭, ১৭:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ০৮:৪৯

 

কৃষি জমিতে পানি জমে আছে নানামুখী সঙ্কট আর দুর্ভাবনা নিয়ে বোরো চাষের প্রস্তুতি নিচ্ছে কিশোরগঞ্জের হাওরের কৃষকরা। পূঁজির সঙ্গে সঙ্গে প্রকৃতিও তাদের ভোগাচ্ছে। নিজের জমি না থাকায় ব্যাংক থেকে কৃষিঋণ পাচ্ছে না বর্গাচাষিরা। অন্যদিকে হাওরের পানি না সরায় বীজতলাও তৈরি করতে পারছে না। তার উপর গত কয়েক দিনের বৃষ্টিতে হাওরের পানি আরও বেড়েছে। ফলে পিছিয়ে যাচ্ছে বোরো আবাদ। অন্যদিকে অকাল বন্যার ঝুঁকিও নিয়েও ভাবছেন কৃষকরা।

গতবার অকাল বন্যায় জেলার প্রায় সব কৃষকের ধান পানিতে তলিয়ে গেছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার মৌসুমের শুরু থেকে কৃষকরা মরিয়া। কিন্তু পূঁজির না থাকায় বোরো চাষ শুরু করতে পারছে না। ব্যাংক থেকে ঋণ না পেয়ে চাষিরা ছুটছেন মহাজনের দুয়ারে দুয়ারে। হাওরে যারা কৃষিকাজ করেন, তাদের মধ্যে ৮০ ভাগই বর্গাচাষি। ফলে তাদের কাছে জমির কোনও দলিল বা কাগজপত্র নেই।

করিমগঞ্জ উপজেলার চারিগ্রামের কৃষক হারুন মিয়া বলেন, ‘গত বছর ১৩ কানি ক্ষেতে চাষ করছিলাম। বন্যায় সব গেছে,বহু কষ্টে  পানির নিচ থেকে কিছু ধান তুলতে পেরেছিলাম। এখনও মহাজন আমার কাছে এক লাখ টাকা পায়। এইবারও মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছি। ব্যাংক আমাকে টাকা দেয় না। গেলেই কাগজপত্র চায়। আমার তো জমি নাই, অন্যের জমি এক বছরের জন্য বন্দক নিয়ে চাষ করছি। জমির মালিক তো আর আমাকে কাগজ দেবে না।’

পানির নিচে তলিয়ে থাকা কৃষি জমি

একই গ্রামের কৃষক নজিম উদ্দিন বলেন, ‘গতবার তিরিশ কানি জমিতে ধান লাগিয়ে ছিলাম। সাতশ’ মন ধান পাওয়ার কথা থাকলেও ৭০ মনও ঘরে আনতে পারিনি। বন্যায় সব নষ্ট হয়ে গেছে। ঋণ নিয়ে জমি চাষ করেছিলাম। এইবার এখনো পানি কমছে না। বোঝাই যাচ্ছে আগামীবারও আমাদের বন্যায় ধরবে। আমি এবার ৮-৯ কানি ক্ষেত করার চিন্তা করছি। ৩০ কানি জমি থাকলেও সবটা চাষ করার ক্ষমতা ও সাহস কোনটাই আমার নেই।’

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদফতর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ১৫ থেকে ২১ নভেম্বরের মধ্যে বীজতলার কাজ শুরু করতে বলেছিল। কিন্তু কৃষি বিভাগ থেকেই প্রণোদনার বীজ ও সার দিয়েছে ২১ তারিখের পর। এগুলো আবার কৃষকদের মাঝে বিতরণ করতে আরও সপ্তাহ খানেক সময় লেগে গেছে।

ইটনা উপজেলার শিমুলবাগ ইউনিয়নের কৃষক সবুজ মিয়া বলেন, ‘কার্তিক মাসে পানি সরে যায়। কিন্তু এখনো বেশিরভাগ জমি থেকে পানি সরে নাই। পানি না সরলে আমরা বীজতলা করবো কি করে। কিছু কিছু এলাকায় পানি সরায় তারা বীজতলা লাগিয়েছে।’

যে সব জমি থেকে পানি সরে গেছে সেগুলোতে বীজতলা তৈরি করা হচ্ছে

এখনও আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি জানিয়ে কৃষি বিভাগ বলছে, ‘এ বছর কিশোরগঞ্জে এক লাখ ৬৫ হাজার ৫১৫ হেক্টর জমিতে বোরো চাষ হচ্ছে। গতবারের ক্ষতিগ্রস্ত কৃষকদের নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এবার জেলার এক লাখ ২৫ হাজার কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ৩০ কেজি সার ও নগদ এক হাজার টাকা করে প্রণোদনা দিয়েছে কৃষি বিভাগ।

কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জে অকাল বন্যায় বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি পূরণের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় কৃষকদের নগদ অর্থ ও কৃষি উপকরণ বিতরণ করছে। হাওরের পানি ধীর গতিতে নামার কারণে বীজতলা তৈরি করতে একটু দেরি হচ্ছে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। যেখানেই পানি সরবে বসে না থেকে সেখানেই যেন বীজতলা তৈরিতে লেগে যায়। এছাড়াও আমরা কৃষকদের বলছি, ব্রি-২৮ ধানের পরিবর্তে ব্রি-২৯ ধান চাষ করতে। ব্রি-২৯ আবাদ করলে কৃষকরা অনেকটা ঝুঁকিমুক্ত থাকতে পারবে। কারণ ব্রি-২৯ আবাদ করলে, কমপক্ষে ১৫ দিন আগে ফসল ঘরে তুলতে পারবে।’

কৃষিঋণের বিষয়ে জেলা কৃষিঋণ কমিটির সদস্য সচিব অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক সোলায়মান মোল্লা জানিয়েছেন,  জমির কাগজপত্র থাকলেই কৃষকরা কৃষিঋণ পাচ্ছেন। গত চার মাসে জেলার ২৭টি ব্যাংক কৃষকদের মাঝে ৫৪ কোটি টাকা ঋণ দিয়েছে। গত বছর ২৫০ কোটি টাকার ঋণ কৃষকরা এখনো পরিশোধ করতে পারেনি।

আরও পড়ুন: ‘ঢাকায় বসে থেকে মনোনয়ন পাওয়া যাবে না’


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইএফআইসি ব্যাংকের নতুন এএমডি নুরুল হাসনাত
আইএফআইসি ব্যাংকের নতুন এএমডি নুরুল হাসনাত
হজযাত্রীদের ভিসা ইস্যু না করার ব্যাখ্যা চেয়ে ৬ এজেন্সিকে চিঠি
হজযাত্রীদের ভিসা ইস্যু না করার ব্যাখ্যা চেয়ে ৬ এজেন্সিকে চিঠি
বাড়ছে শিক্ষার্থী ঝরে যাওয়ার হার, ধরতে হচ্ছে পরিবারের হাল
বাড়ছে শিক্ষার্থী ঝরে যাওয়ার হার, ধরতে হচ্ছে পরিবারের হাল
নকল চিপসের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
নকল চিপসের কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার
আদালতে অসুস্থ হয়ে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার