X
বুধবার, ১৫ মে ২০২৪
১ জ্যৈষ্ঠ ১৪৩১

যশোরে কেমিক্যালবাহী কাভার্ড ভ্যানে আগুন, নিহত ২

যশোর প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০১৭, ২২:৫৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ০১:৫৩

যশোরের নওয়াপাড়ায় আগুন যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ায় কেমিক্যালবাহী একটি কাভার্ড ভ্যানে আগুন লেগে দুই জন নিহত হয়েছে। নওয়াপাড়ায় একটি গ্যারেজে কাভার্ড ভ্যানটি মেরামত করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এসময় ওই কাভার্ড ভ্যানের আগুন গ্যারেজের রাস্তায় থাকা কমপক্ষে আরও চারটি ট্রাক ও কাভার্ড ভ্যানে ছড়িয়ে পড়ে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস যশোর স্টেশনের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দীন শিকদার।
আগুনে সম্পূর্ণ দগ্ধ হয়ে যাওয়ায় নিহত দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন। তিনি জানান, পুড়ে যাওয়া একটি ট্রাকের পাশ থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, যশোর-ঢাকা মহাসড়কের রজনীগন্ধা ফিলিং স্টেশনের পাশেই সুমন নামে স্থানীয় এক ব্যক্তির একটি গ্যারেজ আছে। সেখানে রাতে শ্রমিকরা গাড়ি ডেন্টিংয়ের কাজ করছিলেন। ওই গ্যারেজেই মেরামতের জন্য আসে কেমিক্যালবাহী কাভার্ড ভ্যানটি।
পরিমল চন্দ্র কুণ্ডু জানান, বেনাপোল থেকে কেমিক্যাল বোঝাই কাভার্ড ভ্যানটি রিপেয়ারিংয়ের জন্য সুমনের গ্যারেজ আনা হয়। ভ্যানটিতে ওয়েল্ডিংয়ের কাজ শুরু করামাত্রই কাভার্ড ভ্যানটিতে তীব্র শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ভ্যানটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এতে গ্যারেজের সামনের রাস্তায় থাকা আরও চারটি ট্রাক ও কাভার্ড ভ্যানেও আগুন লাগে।
খাজুরা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তারেক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’
আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এদিকে, আগুন লাগার ঘটনায় যশোর-মাগুরা মহাসড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত ১২টার দিকে ওই মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।

/এমও/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৭ বছর কারাবন্দি জঙ্গিনেতার হাসপাতালে মৃত্যু
১৭ বছর কারাবন্দি জঙ্গিনেতার হাসপাতালে মৃত্যু
করোনা আক্রান্ত অর্থমন্ত্রী সুস্থ আছেন
করোনা আক্রান্ত অর্থমন্ত্রী সুস্থ আছেন
স্পেন ও পর্তুগাল সফর বাতিল করলেন জেলেনস্কি
স্পেন ও পর্তুগাল সফর বাতিল করলেন জেলেনস্কি
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এতিমখানায় খাবার দেবে আ.লীগের উপ-কমিটি
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এতিমখানায় খাবার দেবে আ.লীগের উপ-কমিটি
সর্বাধিক পঠিত
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
নিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
নিয়োগ বাণিজ্য করে কোটি টাকা আত্মসাৎনিজের বাসায় পরীক্ষা নিয়েছিলেন কর কর্মকর্তা!
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
একীভূত হতে পারে কেউ পাস না করা শিক্ষাপ্রতিষ্ঠান
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল
যে কারণে রাজশাহীর তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল