X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘অজ্ঞতার’ কারণেই যশোরে কাভার্ড ভ্যানে দুর্ঘটনা

যশোর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৭, ১৪:৫২আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৭, ১৫:২৩

যশোরে কাভার্ড ভ্যানে আগুন শুধু অজ্ঞতার কারণেই সোমবার (২৫ ডিসেম্বর) রাতে যশোরে কাভার্ড ভ্যানে আগুন ও প্রাণহানির ওই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘কেমিক্যালবাহী কোনও গাড়িতে এভাবে আগুনের কাজ করার আগে সংশ্লিষ্ট বিষয়ে পারদর্শী লোকের সার্টিফিকেশন নেওয়ার রীতি আছে উন্নত দেশে। কিন্তু আমাদের দেশে এমন কাজ অহরহ হচ্ছে। প্রাণহানির ঘটনাও ঘটে। সোমবারও এমন ঘটনাই ঘটেছে।’

এদিকে যশোরে কেমিক্যালবাহী কাভার্ড ভ্যানে আগুন লেগে নিহত দুই জনের পরিচয় মিলেছে। তারা হচ্ছেন যশোর সদরের ছোট শেখহাটি এলাকার আবু বক্কারের দুই ছেলে পিকলু (৩২) ও রুহুল আমিন (২০)। ছয় মাস আগেই তারা এই গ্যারেজ চালু করেন বলে জানান স্থানীয়রা।

এদিকে সোমবার রাতের ওই দুর্ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে এক ট্রাকমালিক দাবি করেছেন। তবে পরিপূর্ণ হিসাব এখনই দেওয়া সম্ভব নয় বলে জানান দমকল বাহিনীর কর্মকর্তা।

উল্লেখ্য, সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরতলীর কিসমত নওয়াপাড়ায় কেমিক্যালবাহী একটি কাভার্ড ভ্যানে মেরামতের কাজ চলার সময় আগুন লাগে। এতে দুই জন নিহত হয়। এ সময় আরও দুটি কাভার্ড ভ্যান, একটি ট্রাক সম্পূর্ণ পুড়ে নষ্ট হয়। এছাড়া আরও দুটি ট্রাকের আংশিক নষ্ট হয়ে যায়। প্রায় চার ঘণ্টা ব্যস্ততম এই সড়ক বন্ধ ছিল।  

যশোর শেখহাটি এলাকার মুকুল হোসেন বলেন, ‘পিকলু দীর্ঘদিন ধরে গাড়ির ডেন্টিং-পেইন্টিং ও বডির কাজ করেন। আগে তার দোকান ছিল নওয়াপাড়া রোডে। ছয় মাস আগে তিনি এখানে তার প্রতিষ্ঠানটি তৈরি করেন। রাতে তারা দুই ভাই সেখানে কাজ করছিলেন।’
যশোর মোটর ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মনিরুজ্জামান মনু জানান, দুর্ঘটনাস্থলে তার একটি ট্রাক ছিল। সেটির ইঞ্জিন, টায়ারসহ বেশ ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, চারটি গাড়ি আর কেমিক্যালসহ প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু। আর পুলিশ বলছে, এ বিষয়ে থানায় শুধু একটি জিডি হয়েছে। কোনও মামলা হয়নি।   
ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুণ্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাভার্ড ভ্যানে কী ধরনের কেমিক্যাল ছিল তা নিরূপণ করা না গেলেও সেখানে অ্যালকেন, অ্যালপিন বা অ্যালকোহলিক কোনও সাবস্ট্যান্স অথবা ইথানল, মিথানল বা ওই জাতীয় কোনও পদার্থের সাবস্ট্যান্স ছিল- যা অত্যন্ত দাহ্য পদার্থ। আর এগুলোর পাত্র স্টিলের হওয়ায় ঝাঁকুনিতে সেখানে কোনও গ্যাস তৈরি হয়ে থাকতে পারে। গ্যারেজে ইলেক্ট্রোড ব্যবহারের সঙ্গে সঙ্গে স্পার্কের কোনও কন্ট্রাস্ট হওয়ায় তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যান।’
তিনি বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশ। এখনও যদি আমরা মান্ধাতার আমলের  ট্র্যাডিশনাল সিস্টেমে চলি, তাহলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে।’
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দীন শিকদার জানান, নিহত দুজনের পরিচয় শনাক্ত হয়েছে। অপমৃত্যু ও দুর্ঘটনা বিষয়ে দুটি জিডি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন- যশোরে কেমিক্যালবাহী কাভার্ড ভ্যানে আগুন, নিহত ২



/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
আগামী বছর হজের খরচ আরও কমবে: ধর্মমন্ত্রী
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন
শৈশব কেন অনিরাপদ?
শৈশব কেন অনিরাপদ?
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সিটি ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ