X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

চোখে স্প্লিন্টার নিয়েই বাড়ি ফিরতে হলো বিএসএফ’র গুলিতে আহত রাসেলকে

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
০৫ জুন ২০১৮, ২০:০৭আপডেট : ০৬ জুন ২০১৮, ০৮:১০

বিএসএফের গুলিতে চোখ হারালো রাসেল মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোঁড়া বুলেটের স্প্লিন্টারের আঘাতে ডান চোখের দৃষ্টিশক্তি হারানো স্কুল ছাত্র রাসেল মিয়াকে (১৪) হাসপাতাল ছাড়তে হয়েছে। চিকিৎসকরা অপারেশন করতে অপারগতা জানানোয় ডান চোখে দুটি স্প্লিন্টার নিয়েই বাড়িতে ফিরতে হয়েছে রাসেল মিয়াকে। মঙ্গলবার (৫ জুন) রাসেল মিয়ার বড় ভাই রুবেল মিয়া ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। রাসেলের উন্নত চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছে তার পরিবার। 

রাসেল মিয়া কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী নোয়াখালিটারী গ্রামের আব্দুল হানিফ মিয়ার ছেলে ও বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

গত ৩০ এপ্রিল বিকালে ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে গবাদী পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় রাসেল মিয়া। চোখে স্প্লিন্টার লাগায় ঘটনার দিনই রাসেলকে রংপুরের প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে এক মাস চিকিৎসাধীন থাকলেও দৃষ্টিশক্তি ফিরে পায়নি রাসেল মিয়া।

সম্প্রতি ফুলবাড়ীতে রাসেল মিয়ার বড়িতে গিয়ে তার সঙ্গে কথা হয় বাংলা ট্রিবিউনের প্রতিবেদকের। রাসেল জানায়, ‘আমার ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। ওই চোখ দিয়ে কিছুই দেখতে পারছি না।  সে। চোখটি খুব যন্ত্রণা করে। বাম চোখেও খুব কম দেখতে পাই।’

আর কখনও স্বাভাবিক দৃষ্টি শক্তি ফিরে না পাবার কষ্টে রাসেল বারবার কান্নকাটি করে জানিয়ে তার বড় ভাই রুবেল মিয়া জানান, ‘জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, রাসেলের চোখ থেকে স্প্লিন্টার বের করা সম্ভব না। রাসেলের ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে। চোখ অপারেশন করেও দৃষ্টিশুক্তি ফিরবে না। চিকিৎসকরা চোখের স্প্লিন্টার বের করার জন্য অপারেশনের কোনও ঝুঁকি নিতে রাজি হননি। তারা আমাদের বাড়িতে ফিরে আসতে বলেছেন।’

রুবেল মিয়া আরও জানান, ‘আমরা গরীব মানুষ। রাসেলের চিকিৎসা ব্যয় মেটাতে আমরা হিমশিম খাচ্ছি। সরকারের কাছে আমাদের আবেদন, দেশে চিকিৎসা না থাকলে রাসেলকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে আমাদের যেন সহযোগিতা করে।’

এদিকে ফিরে আসার খবরে রাসেলকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও সহপাঠীরা। রাসেলের এক চোখ নষ্ট হয়ে যাওয়ার খবরে সবাই তার পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বাবা-মায়ের সঙ্গে রাসেল মিয়া

রাসেলের দিন মজুর বাবা আব্দুল হানিফ জানান, ‘ছেলের চিকিৎসার জন্য বাড়ির গরু-ছাগল বিক্রিসহ ধার-দেনা করে এবং শেষ সম্বল ত্রিশ শতক জমি বন্ধক রেখে লক্ষাধিক টাকা খরচ করছি। তবে ডাক্তার আমার ছেলের চোখ ভালো করতে পারে নাই। আমার ছেলেকে উল্টো চোখে গুলি নিয়ে ফিরতে হইছে। সমাজের বিত্তবানরা সহযোগিতা করলে ভারতে নিয়া গিয়া হইলেও ছেলের চোখের গুলি (স্প্লিন্টার) বের করি আনলোঙ হয়। সরকার একটু সাহায্য করলে ছেলেটা অন্তত যন্ত্রনা থাকি বাঁচপে।’

এর আগে গত ৩০ এপ্রিল রাসেলকে রংপুরের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চক্ষু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শামিমা নাজমা মল্লিকা ট্রিবিউনকে বলেন, ‘রাসেল মিয়ার দুই চোখ আমরা পরীক্ষা করে দেখেছি। তার দুই চোখেই গুলির আঘাত রয়েছে। এর মধ্যে ডান চোখে আঘাতের পরিমাণ অনেক বেশি। চোখের ভেতর অনেক রক্তক্ষরণ হয়েছে।’

তিনি আরও জানান, এক্স-রে রিপোর্টে রাসেল মিয়ার ডান চোখে গুলির কয়েকটি অংশ দেখা গেছে। তার ডান চোখ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন- 

স্কুলছাত্রকে রাবার বুলেটে আহত করায় বিএসএফের দুঃখ প্রকাশ


স্কুলছাত্র আহতের ঘটনায় ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ দ্বিতীয় দফা পতাকা বৈঠক

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
হৃদয় বিদারক সেই ঘটনার ১১ বছর
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
এক্সপ্রেসওয়েতে বাস উল্টে প্রাণ গেলো একজনের, আহত ১০
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
বেসিস নির্বাচনে ১১ পদে প্রার্থী ৩৩ জন
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক