X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিসিসি নির্বাচন: বিএনপি প্রার্থীর ২৮ দফা ইশতেহার

বরিশাল প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ১৮:২১আপডেট : ১৮ জুলাই ২০১৮, ১৮:২৭

সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী (ধানের শীষ) মজিবর রহমান সরওয়ার ২৮ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন। নগরীর উন্নয়ন ও নগরবাসীকে বিভিন্ন সেবার আশ্বাস প্রাধান্য পেয়েছে তার ইশতেহারে। বুধবার (১৮ জুলাই) দুপুরে বরিশাল নগরের সদররোডে বিএনপি’র দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।

মজিবর রহমান সরওয়ার বলেন, ‘নদী-খালের নব্যতা ফিরিয়ে এনে এবং এগুলো সচল রেখেই নগরের উন্নয়ন নিশ্চিত করা হবে।’ তার ইশতেহারগুলোর মধ্যে রয়েছে-জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে পরিকল্পিত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা, শহর রক্ষা বাঁধ নির্মাণকাজ সম্পন্ন করা, নগরের খালগুলো অবৈধ দখলমুক্ত করে পূণঃখনন করা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত, মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার নির্মাণ, কর্মজীবী নারীদের আবাসন ব্যবস্থা করা, মাস্টার প্ল্যান অনুযায়ী নগর উন্নয়নে বর্ধিত এলাকার মূল অংশের সঙ্গে সম্পৃক্ত করা, সিটি করপোরেশেনের মাধ্যমে স্কুল-কলেজ চালু করা, অপ্রয়োজনে সিটি কর বৃদ্ধি না করা, মুক্তিযোদ্ধা ও ইমামদের বিশেষ সুবিধা প্রদান, বৃদ্ধাশ্রম স্থাপন, ইপিজেড স্থাপন, ছিন্নমূলদের জন্য পৃথক আবাসনের ব্যবস্থা করা, স্বর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ বিভিন্ন অঙ্গীকার।

ইশতেহার ঘোষণা শেষে তিনি দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন-সমৃদ্ধি ও আধুনিক বরিশাল গড়তে এবং তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিণসহ সংবাদ মাধ্যম কর্মীরা।

আরও পড়ুন- বিএনপির কাউন্সিলর প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে: সরওয়ার

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
আরও তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেনীয় সেনারা
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিতে আগ্রহী অস্ট্রিয়া
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
ভোটারবিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো: ইসি রাশেদা
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ