X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

অনলাইনে কোরবানির গরু বিক্রি করে সফল যশোরের খামারি ওমর ফারুক

তৌহিদ জামান, যশোর
১৩ আগস্ট ২০১৮, ২০:০২আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২০:০২

অনলাইনে কোরবানির গরু বিক্রি করে সফল যশোরের খামারি ওমর ফারুক যশোরের মণিরামপুর উপজেলার দেশি গরুর সফল খামারি ওমর ফারুক। তিনি গরু হৃষ্টপুষ্ট করে সেগুলো কোরবানির ঈদে বিক্রি করেন। তবে সাধারণ কোনও হাটে নয়, বিক্রি করেন অনলাইনে। আর এজন্য আর্থিক স্বচ্ছলতার পাশাপাশি তিনি দু’দফা পুরস্কৃতও হয়েছেন।
এবারের ঈদে বিক্রির জন্য ফারুক ৬১টি দেশি গরু প্রস্তুত করেছেন। তার প্রতিটি গরুর দাম ৩২ হাজার থেকে এক লাখ ২৫ হাজার টাকার মধ্যে। খামারে পালন করা ষাঁড়গুলো ফারুক বিক্রি করেন ঢাকার সাভার, নবীনগর ও কেরানীগঞ্জে। আর তা বিক্রি হয় অনলাইনের মাধ্যমে। এবারের ষাঁড়গুলোর ছবি তুলে সঙ্গে বিক্রয়মূল্য দিয়ে আগেই অনলাইনে দিয়েছেন তিনি। এতে অনেক সাড়াও পেয়েছেন। প্রতিবছর এভাবে অনলাইন বাজারের মাধ্যমে ষাঁড়গুলো বিক্রি করেন তিনি। আর এতে বেশ সুনামও কুড়িয়েছেন ফারুক।
নিউজিল্যান্ডভিত্তিক একটি গ্রুপ অনলাইনে গরু বিক্রি নিয়ে ২৪টি দেশের মধ্যে জরিপ চালিয়ে আসছে। গত দুই বছর দেশগুলোর মধ্যে গরু বিক্রিতে দ্বিতীয় হয়ে পুরস্কার জিতেছেন ফারুক।
ওমর ফারুক মণিরামপুরের ঢাকুরিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের আব্দুল করিম মাস্টারের বড় ছেলে। ১৯৯২ সালে এসএসসি পাশ করে স্থানীয়ভাবে শেয়ারে কাঠ ও ভুষি মালের ব্যবসা শুরু করেন তিনি। কয়েক বছর ব্যবসা করে উন্নতি তো হয়ইনি, বরং আসল টাকা খইয়েছেন তিনি।
এরপর ২০০৩ সালে ছোটভাই আসাদুল্লার চাকরির সুবাদে ঢাকার কেরানীগঞ্জের ‘গ্রুপ কিউএ’ নামে একটি কোম্পানির চেয়ারম্যান কাজী জয়নুল আবেদীনের সঙ্গে পরিচয় হয় তার। তিনি ফারুককে দেশি গরু পালনের কাজে উদ্বুদ্ধ করেন। এরপর সেখানেই ফারুককে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে দুই লাখ ৩৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি। বাড়ি ফিরে ৯টি দেশি গরু কিনে খামার শুরু করেন ফারুক। প্রথম বছর কোরবানির হাটে গরু বিক্রি করে ৪০-৪৫ হাজার টাকা লাভ হয় ফারুকের। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। দেশি গরু পালন করে ধীরে ধীরে বেশ সাফল্য পান ফারুক।
প্রতি বছর কোরবানির ঈদের পর কেশবপুর, মণিরামপুর হাটসহ বিভিন্ন গ্রাম থেকে বাছুর কিনে খামারে পালন করেন ফারুক। এরপর সেগুলো বিক্রি করেন অনলাইনে। এবারে বিক্রিযোগ্য ৬১টি গরু ১৮-৩৩ হাজার টাকা করে ২০ লাখ টাকায় কিনে ৯ মাস বাড়ির খামারে পালন করেন ফারুক। সেই ৬১টি গরু ঈদের আগে তিনি ৩০ লাখ টাকায় বিক্রি করবেন বলে আশাবাদী। সব খরচ বাদ দিয়েও তার চার লাখ টাকা লাভ হওয়ার কথা।
অনলাইনে কোরবানির গরু বিক্রি করে সফল যশোরের খামারি ওমর ফারুক ফারুক বলেন, ‘আমার মেজভাই আসাদুল্লাহ ঢাকায় ‘গ্রুপ কিইএ’-তে চাকরি করে। সেই সুবাদে তার প্রতিষ্ঠানের মালিক কাজী জয়নুল আবেদীন আমাকে দেশি গরু পালনে উদ্বুদ্ধ করে তিন দিনের প্রশিক্ষণ দেন। প্রশিক্ষণ শেষে দুই লাখ ৩৫ হাজার টাকা দিয়ে আমাকে খামারের ব্যবসায় নামান। তার কথামতো বাড়ি এসে ৯টি গরু কিনে ২০০৩ সালে দেশি গরুর খামার স্থাপন করি। সেই শুরু। পরে আস্তে আস্তে স্যারের টাকা শোধ করে দিই। এখন আমার বাড়িতে ছয়টি গোয়ালে ৬১টি দেশি ষাঁড় রয়েছে। যেগুলো এই ঈদের আগে বিক্রি করা হবে।’
ফারুক আরও বলেন, ‘আমরা কোরবানির ঈদের এক-দুই দিন আগে থেকে গরু বিক্রি শুরু করি। ঈদের তিন-চার দিন আগে গরুগুলো ঢাকায় নেওয়া হবে। গত বছর এই প্রক্রিয়ায় ৫৪টি গরু ৩৩ লাখ টাকায় বিক্রি করেছি। তখন তিন লাখ ৮০ হাজার টাকা লাভ হয়েছিল। ’
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডভিত্তিক একটি দল অনলাইনে এই গরু বিক্রি জরিপ করে প্রথম সারির কয়েকজনকে পুরস্কৃত করে। পর পর দুই বছর আমি দ্বিতীয় হয়েছি। তখন তারা আমাকে ২০ হাজার টাকা করে পুরস্কার দিয়েছিল। তবে এবার আমি জরিপে প্রথম হবো বলে আশাবাদী।’
ফারুক বলেন, ‘খামার করার পর বাড়িতে বেশ জমিজমাও করেছি। এই খামারের গোবর দিয়ে বায়োগ্যাস তৈরি করে আপাতত বাড়ির জ্বালানি ও বৈদ্যুতিক সব কাজ সম্পন্ন হচ্ছে। সেখান থেকে তৈরি হয় জৈবসারও, যা কৃষিকাজ তথা মাছের ঘেরেও ব্যবহার করছি।’
জানতে চাইলে মণিরামপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আবুজার সিদ্দিকী বলেন, ‘উপজেলায় সবচেয়ে বড় গরুর খামারি শ্রীপুরের ওমর ফারুক। ফারুক তার খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গরু হৃষ্টপুষ্ট করেন। আমরা তার খামার সবসময় তদারকি করি। তাকে প্রয়োজনীয় পরামর্শ দিই।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
গাজায় যুদ্ধ বন্ধ করলে হামাস ক্ষমতায় থেকে যাবে: নেতানিয়াহু
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
ব্যাংক চলাকালীন এনবিআরকে অভিযান চালাতে হবে: হাইকোর্ট
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
যেভাবে অ্যালোভেরা ব্যবহার করলে চুল মোলায়েম হবে
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
জিএসটির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?
শোইগুর সঙ্গে দূরত্ব বাড়ছে পুতিনের?