X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ডিবি পরিচয়ে বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ এপ্রিল ২০১৯, ২০:১৭আপডেট : ২৪ এপ্রিল ২০১৯, ২০:৩৪

চট্টগ্রাম

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডেকে নিয়ে মারধর করে শ্যামলী পরিবহনের বাসচালক জালাল উদ্দিনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) বিকালে জালালের ছোট ভাই জুয়েল হোসেন চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানায় এ মামলা দায়ের করেন।

কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ এ তথ্য জানিয়েছেন। মামলায় কাউকে নির্দিষ্ট করে আসামি করা হয়নি বলে তিনি জানান।

আলমগীর মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাসচালক জালালের ছোট ভাই জুয়েল থানায় এসে মামলা দায়ের করেন। মামলায় ৮ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।’

গত ২২ এপ্রিল (সোমবার) রাতে কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার পথে পটিয়া ও কর্ণফুলী উপজেলা সংলগ্ন শিকলবাহা ব্রিজ এলাকায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাস থেকে ডেকে নিয়ে জালাল উদ্দিনকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ওই বাসে থাকা সুপারভাইজার আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘সোমবার রাতে কক্সবাজার থেকে আসার পথে রাত সাড়ে ১১টার দিকে বাসটি পটিয়া উপজেলার শান্তিরহাট পার হয়ে শিকলবাহা ব্রিজ এলাকায় আসলে ডিপি পুলিশ পরিচয় দিয়ে সাতজন পুরুষ বাসে উঠেন। এরপর তারা বাসে তল্লাশি শুরু করেন। এসময় কিছু না পেয়ে একপর্যায়ে হাতকড়া পরিয়ে বাসের চালক জালাল উদ্দিনকে বাস থেকে নামিয়ে নিয়ে যান। বাস থেকে নামিয়ে তাকে পিটিয়ে আহত করেন।’

তিনি আরও জানান, ‘পেটাতে পেটাতে জালালকে তারা আবার বাসে নিয়ে আসেন। এসময় তারা জালালের কাছে ইয়াবা কোথায় রেখেছে জানতে চান। জালাল তার কাছে ইয়াবা নেই জানানোর পর ডিবি পুলিশ সদস্যরা ক্ষুব্ধ হয়ে তাকে আরও মারধর করেন। পরে তাকে বাসে ভেতরে ফেলে রেখে তারা দ্রুত চলে যান। এরপর আমরা শহর থেকে বিকল্প চালক এনে বাসটিকে নগরীর কর্ণেলহাট কাউন্টারে নিয়ে যাই। সেখান থেকে রাত আড়াইটার দিকে জালালকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

তবে রাতে জালালকে হাসপাতালে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার রাতে জালাল উদ্দিন নামে কোনও রোগী হাসপাতালে আসেনি। হাসপাতালে এ ধরনের কোনও রোগী এসেছে বলে রেকর্ড নেই।’

এ বিষয়ে জানতে চাইলে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর) এস এম মোস্তাইন হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে ঘটনাটি যেই এলাকায় ঘটেছে সেটি জেলা পুলিশের অধীনে। এ বিষয়ে তারা ভালো বলতে পারবে। তবে আমি খোঁজ নিয়েছি, সোমবার রাতে আমাদের কোনও টিম ওই এলাকায় অভিযানে যায়নি।’

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১২টার দিকে। অথচ তারা আমাদের জানিয়েছে মঙ্গলবার দুপুর ১২টায়। এরপরও আমি খোঁজ নিয়ে দেখেছি, আমাদের কোনও টিম সোমবার রাতে সেখানে অভিযান পরিচালনা করেনি।’ তিনি বলেন, ‘ঘটনাস্থল থেকে সামান্য অদূরে হাইওয়ে পুলিশের পোস্ট ছিল। তারা সেখানে যায়নি। পুলিশকেও অবহিত করেনি।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না