X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চবিতে প্রভোস্টের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ০৩:২৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ০৮:১২

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রভোস্টের পদত্যাগ ও আবাসিক হলের সুযোগ সুবিধা বৃদ্ধির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহজালাল হলের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে ৮ দফা দাবিতে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- খাবারের মান বৃদ্ধি, হলের বন্ধ পাঠাগার খুলে দেওয়া, হলের রুমগুলোতে আসবাবপত্র প্রদান, সাপের উপদ্রব বন্ধে ব্যবস্থা গ্রহণ, রুমের দরজা-জানালা ঠিক করা, দেয়াল ও ছাদের সিলিংয়ের পলেস্তারা খসে পড়া বন্ধের ব্যবস্থা গ্রহণ, ডাইনিং-গেস্ট রুম ও টিভি রুমে নষ্ট লাইট এবং পাখা  নতুনভাবে প্রতিস্থাপন এবং  প্রভোস্টের নিয়মিত হলে আসা। 

জানা যায়, বুধবার বিকালে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদের পদত্যাগসহ ৮ দফা দাবিতে হলের মূল ফটকে তালা ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ট্রিবিউনকে জানান ‘এই হলের অবস্থা খুবই নাজুক। সংস্কার না করায় দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন কষ্ট সহ্য করে যাচ্ছে। আজ (বুধবার) ছাদ থেকে একটি পলেস্তরা খসে পরে এক শিক্ষার্থীর মাথা ফেটে গেছে। তাছাড়া হলের খাবার অত্যন্ত নিম্মমানের। থাকেনা নিয়মিত পানি, রুমে নেই প্রয়োজনীয় আসবাবপত্র। তার উপর যোগ হয়েছে সাপের উপদ্রব। হল কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুফল মিলছে না। তাই বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে।’

বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর লিটন মিত্র বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘শিক্ষার্থীরা তাদের বেশ কিছু দাবি দাওয়া দিয়েছে। রবিবার  প্রভোস্ট এবং উপাচার্যের উপস্থিতিতে শিক্ষার্থীদের দাবির ব্যাপারে আলোচনা হবে।’

এ বিষয়ে জানতে শাহজালাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুলতান আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
দীর্ঘদিন পর খাল উন্মুক্ত, ২০ গ্রামের ৫০ হাজার মানুষ উৎফুল্ল
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল