X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

টেকনাফ প্রতিনিধি
২৩ মে ২০১৯, ০৪:৪৩আপডেট : ২৩ মে ২০১৯, ১৭:২১

কক্সবাজার

 

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হানিফ (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত হানিফ মাদক ব্যবসায়ী ছিল। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (২৩ মে) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার টেকনাফ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী সৌরবিদ্যুৎ সংলগ্ন আনোয়ার প্রজেক্টের লবণ মাঠ এলাকায় ‘বন্দুকযুদ্ধে’র এ ঘটনা ঘটে।

নিহত হানিফ হ্নীলা ইউনিয়নের নাটমুরাপাড়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে। ঘটনাস্থল থেকে তিনটি দেশি এলজি বন্দুক, ৯ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড গুলির খোসা ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন, পুলিশ কনস্টেবল আব্দুল শুক্কুর, জুয়েল বড়ুয়া ও মংথিন প্রো।

ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘বুধবার সকালে হ্নীলা এলাকা থেকে মাদক ব্যবসায়ী হানিফকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে অন্য ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গোলাগুলির পর ইয়াবা কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হানিফকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।’

টেকনাফ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শোভন দাশ বলেন, ‘পুলিশ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসে। তার বুকে, গলায় ও কোমরে চারটি গুলি লেগেছিল। এ সময় আহত তিন পুলিশ সদস্যকেও আনা হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।’

ওসি প্রদীপ বলেন, ‘নিহত মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাদক ও অস্ত্র সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী