X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শুল্ক বাড়ায় হিলি দিয়ে চাল আমদানি বন্ধ

হিলি প্রতিনিধি
২৪ মে ২০১৯, ১৬:০৮আপডেট : ২৪ মে ২০১৯, ১৬:২২

হিলি বন্দরে আসা ভারতীয় চাল চাল আমদানি নিরুৎসাহিত করতে ও ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাল আমদানিতে ৫৫ ভাগ শুল্ক নির্ধারণ করায় হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি বন্ধ হয়ে গেছে। তবে পারাপারের অপেক্ষায় থাকা কিছু চাল বন্দর দিয়ে দেশে প্রবেশ করে পারে বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা।

বুধবার (২২ মে) বিকালে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান মোশারোফ হোসেন ভুইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চাল আমদানিতে শুল্ক ২৮ ভাগ থেকে বাড়িয়ে ৫৫ ভাগ করার কথা জানানো হয়। এইদিনই বিষয়টি কার্যকর করা হয়। তবে এর আগে আমদানি করা চাল ২৮ ভাগ শুল্ক পরিশোধ করেই বন্দর থেকে ছাড় করিয়ে নিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক মামুনুর রশীদ লেবু ও রাজীব দত্ত বাংলা ট্রিবিউনকে জানান, চাল আমদানি নিরুৎসাহিত করতে এর আগে দুই ভাগ শুল্ক থেকে বাড়িয়ে ২৮ ভাগ করার পর থেকেই বন্দর দিয়ে চালের আমদানি সীমিত পর্যায়ে নেমে এসেছিল। বন্দর দিয়ে রত্না বা স্বর্ণা জাতের চাল আমদানি একেবারেই বন্ধ হয়ে যায়। তবে দেশে সামান্য চাহিদা থাকায় শুধু শম্পা কাটারি বা নাজির শাইল চাল আমদানি হচ্ছিল। বিগত বছর ও এবারের চলতি বোরো মৌসুমে দেশে বোরোর বাম্পার ফলনের কারণে ও দাম কম হওয়ায় ভারত থেকে চাল আমদানি বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি ছিল।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বাংলা ট্রিবিউনকে জানান, গত অর্থবছরে চাল আমদানিতে শুল্ক কম থাকায় বন্দর দিয়ে বেশি পরিমাণে চাল আমদানি হয়েছিল। এরপরে চলতি অর্থবছরে চাল আমদানিতে ২৮ ভাগ শুল্ক করার ফলে বন্দর দিয়ে গড়ে ১৫/২০ ট্রাক করে চাল আমদানি হচ্ছিল। এর ওপর আবারও চাল আমদানিতে শুল্ক ২৮ ভাগ থেকে বাড়িয়ে ৫৫ ভাগ করা হয়েছে। চাল আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ ভাগ বহাল রেখে রেগুলেটরি ডিউটি ৩ ভাগ থেকে বাড়িয়ে ২৫ ভাগ করা হয়েছে এছাড়াও এর সঙ্গে বাড়তি হিসেবে অগ্রিম আয়কর ৫ ভাগ মিলিয়ে মোট ৫৫ ভাগ শুল্ক আরোপ করা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা হিলি স্থল শুল্ক স্টেশনে এসে পৌঁছেছে এবং কাস্টমসের সার্ভারেও সেই নতুন আরোপ হওয়া শুল্ক সংযুক্ত করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া