X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

এমপির কলেজে ট্রান্সফরমার বসাতে ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন লংগদু!

রাঙামাটি প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ২২:৫২আপডেট : ২৪ জুন ২০১৯, ২২:৫৯

রাঙামাটি রাঙামাটির লংগদু উপজেলার লক্ষাধিক মানুষ সোমবার (২৪ জুন) সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রতিবেশী জেলা খাগড়াছড়ির সংসদ সদস্য ও তার স্ত্রীর নামে প্রতিষ্ঠিত কলেজের জন্য আলাদা ট্রান্সফরমার স্থাপন ও ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সংযোগ কাজের কারণে তাদের এই ভোগান্তি পোহাতে হয়। এছাড়া দীর্ঘসময় বিদ্যুৎ না থাকার বিষয়টি অবহিতও করেনি বিদ্যুৎ বিভাগের লোকজন।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে গরমে ছোট বাচ্চা ও বয়স্কদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। এছাড়া বিদ্যুতের অভাবে নিজ দেশের খেলা দেখতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার উদ্যোগে ২০১৫ সালের ১ জুলাই দীঘিনালা উপজেলার দীঘিনালা-লংগদু সড়কের মধ্য বোয়ালখালি এলাকায় প্রতিষ্ঠা করা হয় ‘কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজ’। এই কলেজের ট্রান্সফরমার স্থাপনের জন্য গত দুই দিন ধরে বিদ্যুৎ বিভাগের লোকজন কাজ করছেন।

এমপির কলেজে ট্রান্সফরমার বসাতে ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন লংগদু! লংগদু উপজেলার বাসিন্দা ও উপজেলা জনসংহতি সমিতির (জেএসএস) সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ‘বিদ্যুৎ বিভাগ পূর্ব ঘোষণা ছাড়াই সবসময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখে। এতে গরমে ভোগান্তিতে পড়েন উপজেলার লক্ষাধিক মানুষ। দীর্ঘ সময় ধরে যে বিদ্যুৎ থাকবে না, তা জানার অধিকার তো আমাদের আছে। পূর্ব ঘোষণা ছাড়া একজন এমপির কারণে এমন ভোগান্তি সৃষ্টি হওয়ার বিষয়টি দুঃখজনক।’

উপজেলাবাসীর অভিযোগ, সাধারণ সময়েই লংগদুতে ২৪ ঘণ্টার মধ্যে ৪-৫ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। এর মধ্যে হালকা বাতাস ও সামান্য বৃষ্টিতেই এ উপজেলার লোকদের বিদ্যুৎহীন থাকতে হয়। উপজেলায় বিদ্যুৎ বিভাগের কোনও অফিস না থাকায় এই বিষয়ে পাশের জেলার দীঘিনালা উপজেলায় যোগাযোগ করতে হয়।

এমপির কলেজে ট্রান্সফরমার বসাতে ১৩ ঘণ্টা বিদ্যুৎহীন লংগদু! দীঘিনালা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ বলেন, ‘সকাল থেকে লাইনের কাজ চলছে, সে জন্যে লংগদুতে বিদ্যুৎ দেওয়া সম্ভব হয়নি। খাগড়াছড়ি জেলার এমপির কলেজের বিদ্যুৎ লাইনের কাজের কথা জানতে চাইলে তিনি অকপটে স্বীকার করে বলেন, ‘এমপির কাজ না করে তো পারা যায় না।’

লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রবীর কুমার রায় বলেন, ‘আমি দীঘিনালা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।’

এ বিষয়ে জানতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

তবে তার ব্যক্তিগত সহকারী খগেন ত্রিপুরা বলেন, এমপি সাহেব সংসদে রয়েছেন। রাতে আর কথা বলা সম্ভব হবে না।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়