স্বর্ণালংকার, টাকা চুরি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে তাকে মুন্সীগঞ্জ শহরের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এর আগে সন্ধ্যায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা করেন চরকেওয়ার টরকী গ্রামের রেহানা বেগম।
ফয়সালের চাচাতো বোন শাহনাজ আক্তার বাদী রেহানা বেগমকে মামলা করতে সহযোগিতা করেন। তিনি জানান, বৃহস্পতিবার (২৭ জুন) রেহানার বাড়িতে গিয়ে তাকে মারধর করে ফয়সাল। এরপর টাকা ও স্বর্ণালংকার চুরিসহ বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হয় তার বিরুদ্ধে।।
শাহনাজ অভিযোগ করে বলেন, ‘ফয়সাল যখন যাকে মন চায় মারধর করে। তার কারণে মেম্বারও এলাকায় আসতে পারেন না। আমাদের ড্রেজার ব্যবসারও অনেক ক্ষতি করেছে সে। এ কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাদীকে সাহায্য করি।’
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, স্থানীয় একটি সমস্যার কারণে ফয়সালকে গ্রেফতার করা হয়েছে। মামলায় ছয়জন আসামির মধ্যে প্রধান ফয়সাল।