X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে অটো স্পিনিং মিলে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিরাপত্তাকর্মী নিহত

গাজীপুর প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ১৯:২০আপডেট : ০২ জুলাই ২০১৯, ২৩:৪০

আগুন নিয়ন্ত্রণের কাজ করছে ফায়ার সার্ভিস গাজীপুরের শ্রীপুরের নয়নপুর এলাকায় একটি অটো স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের শ্রীপুর ও ভালুকার সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন নেভাতে গিয়ে রাসেল (৪৫) নামে ওই কারখানার এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও তিন শ্রমিক। আগুনে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) বিকাল আড়াইটায় এ আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত রাসেল ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার উলুন গ্রামের আলাউদ্দিনের ছেলে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদ হাসান বাংলা ট্রিবিউনকে জানান, রাসেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে আগুনে পোড়ার ক্ষত রয়েছে।

কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নূর জাহান জানান, ঘটনার সময় বি শিফটে মোট ৩শ’ শ্রমিক কাজ করছিল। কারখানার দেড়তলা উচ্চতার আধাপাকা ব্যাক প্রসেসিং ইউনিটে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। তিনি অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দেওয়ার পর দেরিতে ঘটনাস্থলে পৌঁছে। আগুনে কোটি কোটি টাকার মেশিনপত্র ও তুলার বেল পুড়ে গেছে। তারা অনেকটা খামখেয়ালিপনার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের কাজ করেন।

কারখানার পাশে বসবাসকারী সফিকুল ইসলাম জানান, আগুনে কারখানার চারদিকের দেয়াল ফেটে গেছে। আগুন থেকে রক্ষা পেতে স্থানীয়রা বাইরে থেকে কারখানার দেয়ালে পানি ছিটিয়েছেন। সন্ধ্যা ৬টার পর থেকে ফায়ার সার্ভিসের লোকজন স্বাভাবিক সক্রিয় হয়।

এ ব্যাপারে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আকতারুজ্জামান জানান, খবরের পর কোনওরকম বিলম্ব না করে ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। কাজে কোনও অবহেলা করা হয়নি। পানি সরবরাহের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অপর পাশ থেকে মেঘনা সাইকেল কারখানা থেকে পানি এনে ব্যবহার করা হয়েছে। মোহাম্মদ আখতারুজ্জামান জানান, দুপুর আড়াইটার দিকে কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। পানি সংকট ও কারখানার অভ্যন্তরীণ রাস্তা সংকীর্ণ হওয়ায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

আগুনে মিলের মেশিন, গুদামে থাকা তুলা ও অন্যান্য মালামাল পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
কারাভোগ শেষে দেশে ফিরলেন বাংলাদেশি ২০ নারী ও শিশু
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
বৃষ্টি আইনে ১৯ রানে জিতলো ভারত 
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
ফরেন সার্ভিস অ্যাকাডেমি ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা স্মারক সই
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
স্থানীয়ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি দেবে বিশেষ কমিটি, হবে নীতিমালা
সর্বাধিক পঠিত
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
ট্রাকের চাকায় পিষে দেওয়া হলো ৬ হাজার কেজি আম
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা