X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জবি ছাত্রলীগের সম্মেলন: স্লোগান দেওয়ার সময় হঠাৎ একজনের মৃত্যু

জবি প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৯:২৮আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৯:২৮

সুলতান মো. ওয়াসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের সম্মেলনে স্লোগান দেওয়ার সময় স্ট্রোক করে সুলতান মো. ওয়াসি নামের এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার (২০ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিক্যালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওয়াসি জবির ইংরেজী বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী ।

সহকারী প্রক্টর ড. মোস্তফা কামালেএই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে দ্রুত ন্যাশনাল মেডিক্যালে নিয়ে যাই। সেখানে ইসিজি করে কর্তব্যরত ডাক্তার বলেন- আমরা তার কোনও পালস পাচ্ছি না। আমি পরে বিশ্ববিদ্যালয় অ্যাম্বুলেন্স করে তাকে ঢাকা মেডিক্যালে পাঠিয়েছিলাম।’

প্রত্যক্ষদর্শীরা জানান, জবি ছাত্রলীগের সম্মেলন শুরু পর ক্যাম্পাসে স্বাভাবিকভাবে ওয়াসিকে চলাচল করতে দেখা গেছে। হঠাৎ করেই সম্মেলনস্থলের মূল মঞ্চের সামনে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে ক্যাম্পাসের পাশের একটি বেসরকারি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিক্যালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত ওয়াসির সহপাঠীরা। তারা বলেছেন,১১টার সম্মেলন শুরু হয় বিকাল ৩টায়। প্রচণ্ড গরমে অন্তত সাড়ে চার ঘণ্টা অপেক্ষায় থেকে স্লোগান দিতে থাকে ছাত্রলীগ নেতা কর্মীরা । ফলে টানা ৭-৮ ঘণ্টার গরম সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেছে ওয়াসি।

এদিকে,গরমের কারণে জবির ১৩ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী রাফিত অসুস্থ হয়ে পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যালে ভর্তি রয়েছেন বলেও জানা গেছে।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ