X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জনবহুল এলাকায় লাঞ্ছিত রুয়েট শিক্ষক!

রাজশাহী প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ২০:০০আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:৫২

ফেসবুকে শিক্ষকের দেওয়া স্ট্যাটাস (ছবি– প্রতিনিধি) রাজশাহী নগরীতে স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হাতে লাঞ্ছিত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক রাশিদুল ইসলাম। গত ১০ আগস্ট নগরীর সাহেববাজার মনিচত্বরে এ ঘটনা ঘটে। পরে এ ঘটনা নিয়ে ওই শিক্ষক ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দেন; যা সম্প্রতি ভাইরাল হয়েছে।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার দুই-তিন ঘণ্টা পর ওই শিক্ষকের শ্বশুর (সাবেক পুলিশ কর্মকর্তা) বোয়ালিয়া থানার ওসিকে অবহিত করেন। এরপর ওসি তাৎক্ষণিকভাবে টহলরত পুলিশ সদস্যদের সেখানে যেতে বলেন। কিন্তু এর আগেই বখাটেরা স্থান ত্যাগ করে।’

তিনি আরও বলেন, ‘তাকে (শিক্ষক রাশিদুল ইসলাম) থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। এমনকি বখাটেদের চিহ্নিত করতেও পারেনি। তবে আমরা স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছি। কেউ বখাটেদের চিহ্নিত করতে পারেনি। কোনও ক্লু না থাকায় আমরা চেষ্টা করেও কাউকে ধরতে পারিনি।’

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘তিনি (শিক্ষক রাশিদুল ইসলাম) ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর বিষয়টি অনেক চাউর হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বিষয়টি জেনেছেন।’

এ ব্যাপারে মন্তব্য নেওয়ার জন্য শিক্ষক রাশিদুল ইসলামের সঙ্গে চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে ‘মেনে নিন, নয়তো দেশ ছেড়ে চলে যান’ শিরোনাম দিয়ে গত ১০ আগস্ট ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে শিক্ষক রাশিদুল ইসলাম উল্লেখ করেন, “এদেশে আপনার চোখের সামনে আপনার মা, বোন অথবা বউ ধর্ষিত হলেও প্রতিবাদ করবেন না, আশেপাশে কাউকে পাবেন না। মার খেয়ে মরবেন। কারণ আপনি একটা জানোয়ার, আমিও একটা জানোয়ার, জানোয়ারে ভরা সমাজ আমাদের।’

ঘটনার বর্ণনায় রাশিদুল ইসলাম লিখেন, “আজকের ঘটনাটা সংক্ষেপে বলি। সাহেববাজার মনিচত্বরের মতো জনবহুল এলাকাতেও আমার বউ যৌন হয়রানির শিকার হয়। এক পাল ছেলের মধ্যে একজন আমার বউকে পেছন থেকে কয়েকবার ইচ্ছাকৃত ধাক্কা দেয়। দুই-তিনবার সহ্য করলেও পরেরবার প্রতিবাদ করি। ব্যস, সোনার ছেলেদের দাপট শুরু। শেষে আমাকে সোনাদিঘি মসজিদের সামনে ৫-৭ জন মিলে ঘিরে ধরে মারা শুরু করে। এই পর্যন্তও না হয় মেনে নিলাম। কিন্তু ওখানে কম করে হলেও ৫০ জন আমার মার খাওয়া দেখছিল। একজনও এগিয়ে আসেনি। মার খাওয়ার একপর্যায়ে আমি দর্শকদের উদ্দেশে বলি, ‘বাঁচান আমাকে’। কোনও রেসপন্স পাইনি। একজন মোটরসাইকেল থামিয়ে আমার মার খাওয়া দেখছিল, আমি হেল্প চাওয়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেল চালিয়ে চলে গেলো।”

ফেসবুক স্ট্যাটাসের এ পর্যায়ে নিজের ক্ষোভ ঝারেন রাশিদুল ইসলাম। লিখেন, “মার খেয়ে কাপুরুষ আমি দর্শকদের বলি, ‘আপনারা আজ এগিয়ে এলেন না, একদিন আপনার বউয়ের সঙ্গে এমন হবে। কিন্তু কেউ এগিয়ে আসবে না। ও আমার বউ, গার্লফ্রেন্ড নয়। কাবিননামা দেখাতে হবে আপনাদের?’ একজন ভিড়ের মধ্য থেকে বলে, ‘হ্যাঁ, কাবিননামা নিয়েই চলাফেরা করতে হবে।’ তখন আবার মনে পড়লো, আমি জানোয়ারের সমাজে বাস করি, এমন উত্তরই আমার প্রাপ্য।”

রাশিদুল ইসলাম আরও লিখেন, “ধরেন, দ্বিতীয়বার আক্রমণে ওরা আমাকে মেরে ফেললো। কী করবেন? ফেসবুকে কান্নাকাটি? জাত গেলো জাত গেলো রব তুলবেন? কোনোটাই করবেন না, দয়া করে। এসবে কিছুই আসে যায় না। আর যারা করবে, তাদের গিয়ে থু থু দিয়ে আসবেন।”

স্ট্যাটাসের শেষাংশে ওই শিক্ষক লিখেছেন, “ধরেই নিয়েছিলাম, পিএইচডি শেষ করে দেশে ফিরবো। মা-বাবা চান না, বাইরে স্যাটেল করি। এই ঘটনার পর বাইরে স্যাটেল করা নিয়ে দ্বিতীয়বার ভাববো না অবশ্যই।”

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা