X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

গাছ চুরি বন্ধে মন্ত্রণালয় জিরো টলারেন্স: বনমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৯, ১৫:০০আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৫:৫৩





আলোচনা সভায় বক্তব্য দেন বনমন্ত্রী শাহাব উদ্দিন দেশের সব বেদখল বন উদ্ধার করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলাবায়ু পরিবর্তন-বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ‘বন রক্ষা করা বন বিভাগের দায়িত্ব। দেশের সব বেদখল বন উদ্ধার করে নতুন করে বনায়ন করা হবে। গাছ চুরি বন্ধ করতে মন্ত্রণালয় জিরো টলারেন্স।’ 
শনিবার (২৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লাউয়াছড়া সহ-ব্যবস্থাপনা কমিটির উদ্দেশে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশেরই শুধু নয়, বহির্বিশ্বের মানুষও লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন দেখতে আসেন। এই বন রক্ষা করা সবার দায়িত্ব। সবাই মিলে উদ্যানকে কীভাবে আরও উন্নত করা যায় সেদিকে নজর দিতে হবে।’
শাহাব উদ্দিন বলেন, ‘লাউয়াছড়ার কর্মকর্তাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এটি মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে কমিটি করে তদন্ত প্রতিবেদন চাওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
করাত কল নির্মাণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বন থেকে ১০ কিলোমিটার দূরে করাত কল করতে পারবে। বনের ১০ কিলোমিটার ভেতরে যেসব করাত কল রয়েছে তা বন্ধ করে দিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে হাইকোর্টে মামলা করে অনেক করাত কল নির্মাণ আটকে দেওয়া হয়েছে।’
কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মোসাদ্দেক আহমদ মানিকের সভাপতিত্বে সেখানে আরও বক্তব্য রাখেন—মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার), ডিএফও আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান, বনপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
সিরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের হামলা
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!