X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস, দুই ঘণ্টা যান চলাচল বিঘ্নিত

কক্সবাজার প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৪৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৫৩

মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধস কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এসময় চলাচলরত তিনটি সিএনজি অটোরিকশা মাটিচাপা পড়ে চালকসহ আহত হয়েছেন সাত জন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় প্রায় দুই ঘণ্টা মেরিন ড্রাইভ সড়কে যানচলাচল বন্ধ থাকে। পরে মাটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সকাল থেকে ভারি বৃষ্টির কারণে বিকালের দিকে মেরিন ড্রাইভ সড়কের ওপর একটি পাহাড় ধসে পড়ে। এ ঘটনায় সড়কে চলাচলরত তিনটি যাত্রীবাহী সিএনজি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালকসহ পাঁচ থেকে সাত জন লোক আহত হয়েছে। এসময় মাটিচাপায় সড়কের যানচলাচল বন্ধ থাকে অন্তত দুই ঘণ্টা। পরে সেনাবাহিনী ওই সড়ক থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।’

দুর্ঘটনার কবলিত সিএনজি’র মালিক মিজানুর রহমান জানিয়েছেন, ‘আমার ছোট ভাই নেজাম উদ্দিন যাত্রী নিয়ে কক্সবাজার যাওয়ার পথে আকস্মিক একটি পাহাড় ধসে আমার গাড়ির ওপর পড়ে। এসময় আমার সিএনজি সম্পূর্ণ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। এতে আমার ছোট ভাই ও যাত্রীরা আহত হন। এদের কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, ‘ সেনাবাহিনীর সদস্যরা মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে দ্রুত কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ থাকার পর সন্ধ্যা ৬টা থেকে যান চলাচল শুরু হয়েছে।

এর আগে মঙ্গরবার সকালে টেকনাফে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩ মে, ২০২৪)
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
ব্রাহ্মণবাড়িয়া কলেজে অ্যান্ড্রয়েড মোবাইল ও মোটরসাইকেল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে