X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেল আটক করায় ট্রাফিক ইন্সপেক্টরের ওপর হামলা, আটক ১

নড়াইল প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫০আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১১:১৯

আহত ট্রাফিক ইন্সপেক্টর

নড়াইলে কাগজপত্রবিহীন মোটরসাইকেল আটক করায় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামানকে রবিবার সন্ধ্যায় পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। এ সময় ট্রাফিক সার্জেন্ট শাহ জালাল, এটিএসআই সরোয়ার আলম ও বাসিউরসহ এক কনস্টেবলের ওপর হামলা করা হয়েছে বলে পুলিশের অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রবিবার রাতে নড়াইল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানকে আটক করেছে।

নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ কথা জানান।

আটক উপজেলা ভাইস চেয়ারম্যান

আহত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, পুলিশ সুপারের নির্দেশে রবিবার সন্ধ্যার দিকে শহরের পুরনো বাস টার্মিনাল এলাকায় মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করার সময় কাগজপত্রবিহীন একটি মোটরসাইকেলসহ এক যুবককে আটক করে পুলিশ। ওই যুবক বিষয়টি মোবাইল ফোনে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতা তোফায়েল মাহমুদ তুফানকে জানায়। এর কিছুক্ষণ পর তুফানসহ তার লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের সঙ্গে খারাপ আচরণ করে। এক পর্যায়ে তোফায়েল মাহমুদ তুফানসহ তার লোকজন কাঠ দিয়ে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মনিরুজ্জামানকে বেধড়ক মারধর করে। এ সময় ট্রাফিক সার্জেন্ট শাহ জালাল, এটিএসআই সরোয়ার আলম, বাসিউরসহ এক কনস্টেবল এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরও মারধর করে। সন্ত্রাসীদের হামলায় পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানের মাথা ফেটে গেছে ও তার দুই হাত গুরুতর জখম হয়েছে। গুরুতর আহত পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামানকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদেরও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন,‘এ ঘটনায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফানকে আটক করা হয়েছে। আটক তোফায়েল মাহমুদ তোফানসহ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
অনুপ্রাণন-এর মোড়ক উন্মোচন, বই আলোচনা ও লেখক সম্মাননা
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
উত্তর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, সরিয়ে নেয়া হয়েছে ১১ হাজার মানুষ
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
শরিফুলের গতিতে উড়ে গেলো শেখ জামাল
ব্যাংকের একীভূত প্রক্রিয়া কি আলোর মুখ দেখবে?
ব্যাংকের একীভূত প্রক্রিয়া কি আলোর মুখ দেখবে?
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট