X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

নাটোরে ৩৭৫টি মণ্ডপে হবে দুর্গাপূজা, খরচ নিয়ে শঙ্কা

কামাল মৃধা, নাটোর
২০ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৯, ১০:০১

প্রতিমা নির্মাণে ব্যস্ত শিল্পী আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নাটোরের প্রতিমাশিল্পীরা। এ বছর জেলায় ৩৭৫টি মণ্ডপে দুর্গোৎসবের প্রস্তুতি চলছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করার জন্য ইতোমধ্যেই প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করেছে জেলা পূজা উদযাপন কমিটি। মণ্ডপগুলোতে প্রতিমা তৈরি ও পূজার সার্বিক আয়োজন মনিটরিং করছে পূজা উদযাপন কমিটি। তবে পূজা অর্চনার খরচ জোগাড় নিয়ে শঙ্কা রয়েছে আয়োজকদের মধ্যে।

সরেজমিন সদর উপজেলার ভাটোদাঁড়া কালীমন্দির চত্বরে দেখা যায়, স্থানীয় কুমার সুজন পাল প্রতিমা নির্মাণে ব্যস্ত সময় পার করছেন। তিনি জানান, গত বছর তিনি মোট ২৬ সেট প্রতিমা নির্মাণের চুক্তি পেয়েছিলেন। এবার এখন পর্যন্ত চুক্তি পেয়েছেন ২৩ সেট।  জেলার বাইরে পাবনা সদর ও  ঈশ্বরদীতেও তিনি প্রতিমা তৈরির চুক্তি করেছেন।
জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় জানান, গত বছরের চেয়ে এবার জেলায় মণ্ডপের সংখ্যা দুটি বেড়েছে। এবার নাটোর পৌর এলাকায় ৩৫টিসহ সদর উপজেলায় ৬৮টি, বড়াইগ্রামে ৪৭টি, নলডাঙ্গায় ৫৬টি, সিংড়ায় ১০১টি, গুরুদাসপুরে ৩৬টি, বাগাতিপাড়ায় ২৫টি এবং লালপুরে ৪২টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে।

এদিকে, পূজা উদযাপনে আর্থিক সংকটের কথা তুলে ধরে দিঘাপতিয়া পাগলী কালিমাতা মন্দির কমিটির সদস্য সপ্তম সরকার জানান, প্রতিবছরই দুর্গাপূজায় সরকারি সহায়তার পাশাপাশি স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের কাছ থেকে চাঁদা তুলে পূজা উদযাপন করা হয়। কিন্তু ওই টাকার চেয়ে প্রতিবারই খরচ বেশি হয়। আর এই বাড়তি খরচ জোগাতে হয় মন্দির কমিটিকে। প্রতিমা তৈরির উপকরণের মূল্য বাড়ার কারণে এবারে তাদের খরচ বেশি হবে বলে আশঙ্কা করছেন তারা। এজন্য তিনি সরকারি সহায়তা বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহরিয়াজ জানান, জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে বৈঠকের পর তারা ওপর মহলে বেশি বরাদ্দ চেয়ে চিঠি পাঠিয়েছেন। 

/এমএএ/
সম্পর্কিত
বাসের সঙ্গে সংঘর্ষে সিএনজিতে থাকা ৪ জনই নিহত
ঈদগাহে ‘জয় বাংলা’ স্লোগান, আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী কারাগারে
মামলা থেকে বাদ দেওয়ার আশ্বাসে ৫ লাখ টাকা ঘুষ দাবি, এসআই প্রত্যাহার
সর্বশেষ খবর
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে পাহাড়ের বাসিন্দাদের
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৭ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে