X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় ফিরতে চান না আবরারের ছোট ভাই

কুদরতে খোদা সবুজ, কুষ্টিয়া
১৩ অক্টোবর ২০১৯, ১৮:৩৪আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৮:৩৪

 

আবরার ফাহাদের সঙ্গে তার ছোট ভাই আবরার ফাইয়াজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ আর ঢাকায় ফিরতে চান না। ঢাকা কলেজের একাদশ শ্রেণির এই শিক্ষার্থী বলেন, ‘ঢাকায় আর যাওয়া হবে না। মানে কলেজে আর ফেরা হবে না। আমার ভাইয়া আমাকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন। তিনি আমার সম্পূর্ণ টেক কেয়ার করতেন। ভাইয়া নেই, সেখানে এখন আমি কীভাবে থাকবো।’

রবিবার (১৩ অক্টোবর) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন আবরার ফাইয়াজ।

আবরার ফাইয়াজ বলেন, ‘আমি ঢাকায় গিয়েছি ছয় মাস হয়েছে। সেখানে ভাইয়া ছাড়া আমার কোনও ফ্যামিলি মেম্বার থাকতো না। ভাইয়া সেখানে আমার গার্ডিয়ানের মতো ছিল। আমার সব বন্ধুদের সঙ্গে আমি অতটা ফ্রি না হলেও ভাইয়া আমার ব্যাপারে সব জানতো, আমিও ওর ব্যাপারে সব জানতাম।’

আবরার ফাইয়াজ আরও বলেন, ‘ভাইয়া শেষ যেদিন বাসা থেকে ঢাকা ফেরেন, সেদিন সকালে আমি ঘুমিয়েছিলাম। মা আমাকে ডেকেছিল কিন্তু ভাইয়া বলেছিল থাক ওই ঘুমাক, দেখা তো হবেই। এরপর আমাকে বললো তাড়াতাড়ি ঢাকায় চলে আয় দেখা হবে। আমি বললাম ঠিক আছে। কিন্তু ভায়ার সঙ্গে আর দেখা হবে না। ঢাকায়ও আমার আর যাওয়া হবে না।’

প্রসঙ্গত, রবিবার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয় বুয়েটের ১৭তম ব্যাচের ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে। ওই দিন রাত তিনটার দিকে হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করে কর্তৃপক্ষ। আবরারকে হত্যার ঘটনায় তার বাবা বরকত উল্লাহ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা