X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

প্রত্যেক ঘটনায় প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া শুনে অবাক হই: নুর

জাবি প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ২০:২০আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) নুরুল হক নুর বলেছেন, ‘রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি সরকার-প্রধানের কাছ থেকে যখন প্রত্যেক বিষয়ে রিঅ্যাকশন শুনি তখন খুব অবাক হই। এর মাধ্যমে পরিষ্কার হয়, রাষ্ট্রের কোনও প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারছে না। যদি করতে পারতো তবে পুড়িয়ে মারার ঘটনা, কুপিয়ে মারার ঘটনা কিংবা নৈতিক স্খলন ঘটা উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীকে প্রতিক্রিয়া ব্যক্ত করতে হতো না।’

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিশ্ববিদ্যালয়টির পুরাতন প্রশাসনিক ভবনের সামনে সংহতি সমাবেশে এ কথা বলেন নুর। ওই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মী, সাংস্কৃতিক কর্মী, অ্যাক্টিভিস্টরা উপাচার্যের অপসারণ দাবিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।

ভিপি নুর তার বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের সুপ্রিম জায়গা। সর্বশেষ আশ্রয়স্থল। যখন কোনও প্রশাসন কাজ করবে না তখন হয়তো তার হস্তক্ষেপ লাগে।’

তিনি আরও বলেন, ‘নিজের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ ঠেকাতে উপাচার্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছেন। ছাত্র-শিক্ষকদের সঙ্গে আলোচনা করে সুরাহা করতে পারেননি। উপাচার্যের বিভিন্ন বক্তব্যে দুর্নীতির বিষয়টি স্পষ্ট হয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত ভিসির বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় ব্যবস্থা না নিয়ে প্রকারান্তরে যখন তার পক্ষে সাফাই গায় তখন আমরা অবাক হই।’

তিনি বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আন্দোলন চলার পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার দুর্নীতির প্রমাণ চাচ্ছে। জনগণের কাজ হচ্ছে প্রশ্ন তোলা, দুর্বলতা চিহ্নিত করে দেওয়া। ঘটনার গভীরে গিয়ে অনুসন্ধানের কাজ সরকারের।’

নুর আরও বলেন, ‘যখন একজন দুর্নীতিবাজ, নৈতিক স্খলন ঘটা ভিসির অপসারণ আন্দোলনে ছাত্র-শিক্ষকদের ওপর একদল শিক্ষকের ইন্ধনে হামলা হয় তখন তা শিক্ষক সমাজের জন্য লজ্জার। যখনই কোনও আন্দোলন-সংগ্রাম হয় তখন সরকারবিরোধী আন্দোলন, বিএনপি-জামাতের ইন্ধনের আন্দোলন বলে প্রোপাগান্ডা চালানো হয়। আমরা যদি সরকারবিরোধী আন্দোলন করতাম, তাহলে আপনারা যেদিন ভোট ছাড়াই জোর করে ক্ষমতায় এসেছিলেন তার পরদিনই রাজপথে ঝাঁপিয়ে পড়তাম। আমরা কিন্তু সেটি করিনি। আমাদের করা উচিত ছিল নৈতিক জায়গা থেকে, আমরা সেটিও করিনি।’

ভিপি নুর বলেন, ‘যেকোনও যৌক্তিক আন্দোলনে হামলা করা ছাত্রলীগের চরিত্র। তা শুধু জাহাঙ্গীরনগরেই নয়, সারা বাংলাদেশেই ঘটেছে। ডাকসুর ভিপি হয়েও বারবার ছাত্রলীগ দ্বারা আক্রান্ত হয়েছি, হামলার শিকার হয়েছি। শিক্ষা উপমন্ত্রী খুবই বিবেকহীনভাবে বলেছেন, ছাত্রলীগকে অনেকে বাড়িয়ে তুলে ধরেন। এটা আমাদের জন্য লজ্জাজনক।’

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দুইদিন আন্দোলন স্থগিতের পর উপাচার্যের অপসারণ দাবিতে আজ (মঙ্গলবার) থেকে ফের আন্দোলন শুরু হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!