X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মানবতার কারণে আলোচিত যে ওসি

মনির হোসেন, শরীয়তপুর
১৪ নভেম্বর ২০১৯, ০৯:৩০আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১০:৫৩

মানবতার কারণে আলোচিত যে ওসি ডামুড্যা থানা থেকে এক কিলোমিটার দূরত্বে একটি যাত্রীবাহী বাস মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের পানিতে পড়ে যায়। খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে ফোর্সসহ সেখানে পৌঁছান ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান। কারও অপেক্ষায় না থেকে জীবনের ঝুঁকি নিয়ে ফোর্সসহ ঝাঁপিয়ে পড়ে যাত্রীদের উদ্ধার চেষ্টা করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ধার চেষ্টার এমন একটি ছবি ছড়িয়ে পড়ার পর প্রশংসায় ভাসছেন এই পুলিশ কর্মকর্তা। মানবিক দায়িত্ব পালনের জন্য ওসি মেহেদী হাসানকে প্রশংসা, স্যালুট ও কৃতজ্ঞতা জানান বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
জানা গেছে, ওই দুর্ঘটনায় তিন জন নিহত হলেও দুই শিশু ও নারীসহ ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।


মানবতার কারণে আলোচিত যে ওসি পূর্ব মাদারীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক শফিউল বাশার স্বপন লিখেছেন, ‘অন্তর থেকে ধন্যবাদ জানাই এই পুলিশ কর্মকর্তা ও থানার সব পুলিশ সদস্যদের। যদি সারাদেশের মানুষ উনাদের মতোন মানবপ্রেমী আর দায়িত্বশীল হতো!’
সরকারি চাকরিজীবী রানী আক্তার লিখেছেন, ‘অনেক অনেক দোয়া রইলো তাদের মতোন মানুষের জন্য।’
চাঁদপুরের হাইমচর এলাকার ফরিদ হোসেন লিখেছেন, ‘সব পুলিশ খারাপ না। কিছু পুলিশ ভালো আছে বলেই এখনও তাদের ওপর মানুষের আস্থা আছে।’
ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানুষের চরম বিপদের মুহূর্তে যদি নিজেকে উজাড় করে দিতে না পারি, তাহলে আমরা কেমন মানুষ? আমি হয়তো ফায়ার সার্ভিসকে ফোন করে উদ্ধারকাজ তদারকি করে দায়িত্ব শেষ করতে পারতাম। তবে এতে আমার আত্মা তৃপ্ত হতো না। বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোই বড় দায়িত্ব। তবে আমার মতো অনেকেই উদ্ধারকাজে অংশ নিয়েছেন। তারা সবাই প্রশংসা পাওয়ার যোগ্য।’
শরীয়তপুরের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেন, ‘পুলিশের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো। উনি সেই কাজটিই দক্ষতার সঙ্গে সুচারুভাবে পালন করেছেন। তবে দায়িত্ব পালনের পাশাপাশি উনি যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা অবশ্যই প্রশংসনীয়।’ মানবতার কারণে আলোচিত যে ওসি
উল্লেখ্য, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার খেজুরতলা এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। দুর্ঘটনায় ডামুড্যার সিড্ডা গ্রামের মুন্সী কামরুজ্জামান (৪৫), কুলকুরি গ্রামের জুলহাস মোল্লা (২৮) এবং দক্ষিণ ডামুড্যা গ্রামের ইয়াকুব পাইক (৬৫) নিহত হন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
হাসপাতালের বদলে শিশুরা ঘুমাচ্ছে স্বজনের কোলে
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
পারটেক্সের বিপক্ষে হেরে রূপগঞ্জ টাইগার্সের অবনমন
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!