X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আদালতের বারান্দায় দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই আসামির জামিন বাতিল

লালমনিরহাট প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৯, ২২:০০আপডেট : ১৭ নভেম্বর ২০১৯, ২২:৩৪

আদালত লালমনিরহাটে দায়রা জজ আদালতের বারান্দায় দুই নারীকে উত্ত্যক্ত করায় দুই আসামিকে দেওয়া জামিন বাতিল করেছেন বিচারক। রবিবার (১৭ নভেম্বর) জেলার দ্বিতীয় দায়রা জজ আদালতের বিচারক মারুফ হোসেন কক্ষে থাকার সময় তার আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে।

দুই মাদক মামলার আসামির সঙ্গে একই এলাকার অপর দুই নারীর হাতাহাতির ঘটনায় দুই আসামির পূর্ব জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ নিয়েছেন বিজ্ঞ বিচারক মারুফ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম।

কারাগারে পাঠানো আসামিরা হলেন আদিতমারী উপজেলার দীঘলটারি এলাকার আমির হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (২৮) ও রাবিউল ইসলাম (২৫)। তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মাদক মামলা রয়েছে। সেই মামলায় দুই সহোদর জামিনে ছিল। রবিবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে সংশ্লিষ্ট আদালতে হাজিরা দিতে আদালতের বারান্দায় অপেক্ষা করছিল তারা। সে সময় এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার দুই নারী জানান, নজরুল ইসলাম নামের এক ব্যক্তির সঙ্গে দেখা করতে আদালত চত্বরে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার সময় রাশিদুল ও রাবিউল তাদের উত্ত্যক্ত করে। তারা এর প্রতিবাদ জানান। তাদের দাবি, এ সময় ওই দুই ব্যক্তি তাদের মারধর করেন।

দায়রা জজ আদালত ও কোর্ট পুলিশ সূত্র জানায়, রাশিদুল ও রাবিউল দ্বিতীয় দায়রা জজ আদালতের বারান্দায় হাজিরা দেওয়ার জন্য অপেক্ষা করার সময় ওই দুই নারীকে উত্ত্যক্ত করে। এ সময় দুই নারী প্রতিবাদ জানান। পরে কথা কাটাকাটি হলে রাশিদুল ও রাবিউলের শার্টের কলার ধরে উত্যক্ত করার প্রতিবাদ জানান দুই নারী। এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি দ্বিতীয় দায়রা জজ মো. মারুফ হোসেনের নজরে পড়ে। তিনি পুলিশকে চার জনকেই আটক করার নির্দেশ দেন। পরে আটক চার জনের জবানবন্দি নিয়ে রাশিদুল ইসলাম ও রাবিউল ইসলামের আগের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর এবং দুই নারীকে ছেড়ে দেওয়ার আদেশ দেন।

লালমনিরহাট কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) মুসা আলম জানান, আদালতের আদেশ তারা সঙ্গে সঙ্গে কার্যকর করেছেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন