X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

দৃষ্টান্তমূলক রায় চায় এসি রবিউলের পরিবার

মতিউর রহমান, মানিকগঞ্জ
২৬ নভেম্বর ২০১৯, ২০:৪৯আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ২১:০২

এসি রবিউলের মা

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত পুলিশের এসি রবিউল ইসলামের পরিবারের সদস্যরা একটি দৃষ্টান্তমূলক রায় চায়। তাদের চাওয়া, এই রায়ের মধ্য দিয়ে যেন প্রমাণ হয় দেশবাসী এবং সরকার জঙ্গিবাদকে কখনও প্রশয় দেয়নি বা দেবে না। এই রায়ের দিকে শুধু দেশবাসী নয় বরং বিশ্ববাসীও তাকিয়ে আছে।

রায়ের আগাম প্রতিক্রিয়া হিসেবে নিহত এসি রবিউলের মা কামরুন্নেসা বেগম বলেণন, ‘ওই হলি আর্টিজানে নিহত আমার ছেলের মতো আর কারও সন্তান যেন না হারায়। সেই সঙ্গে আমার নাতি-নাতনির মতো আর কোনও নাতি-নাতনি যেন বাবা না হারায়। কোনও স্ত্রী যেন তার স্বামী না হারায়। কোনও ভাই যেন অকালে তার একমাত্র ভাইকে না হারায়।’  

এসি রবিউলের মা চান, দোষিতদের যেনো উপযুক্ত বিচার হয়। তিনি বলেন, ‘সরকার এমন বিচার করুক, যা সারা বিশ্বের মানুষ দেখুক, জানুক, বুঝুক; বর্বরোচিত হামলা চালিয়ে মানুষকে নির্মমভাবে হত্যা করা হলে তার পরিণাম কী হয় তা সবাই দেখুক।’   

এসি রবিউল

এসি রবিউল ইসলামের ছোট ভাই শামসুজ্জামান শামস জানান, ২৭ নভেম্বরের রায়টি হবে একটি দৃষ্টান্তমূলক রায়। এই রায়ের মধ্য দিয়ে প্রমাণ হবে যে দেশবাসী এবং সরকার জঙ্গিবাদকে কখনও প্রশ্রয় দেয়নি বা দেবে না। এই রায়ের দিকে শুধু দেশবাসী নয় বরং বিশ্ববাসীও তাকিয়ে আছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের পহেলা জুলাই গুলশানের হলি আর্টিজানের জঙ্গি হামলায় নিহত হয় মানিকগঞ্জ সদর উপজেলার কাটিগ্রাম এলাকার মৃত. আব্দুল মালেকের বড় ছেলে এসি রবিউল ইসলাম। এর আগে ২০১২ সালে নিজ উদ্যোগে গ্রামের ঝড়ে পড়া প্রতিবন্ধী শিশুদের লেখাপড়ার জন্য নির্মাণ করেন ব্লুমস নামের একটি বিশেষায়িত বিদ্যালয়।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম জানান, পুরো স্কুল জুড়ে রয়েছে রবিউল ইসলামের স্মৃতি। শুধু নেই তিনি। স্বেচ্ছাসেবী কয়েকজন সদস্যের চেষ্টায় ধীরগতিতে এগিয়ে যাচ্ছে রবিউল ইসলামের স্বপ্নের প্রতিষ্ঠান।

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
সুন্দরবন দিয়ে পুশ-ইন করা ৭৪ জন বাংলাদেশি, ৪ জন ভারতীয় নাগরিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
গণতান্ত্রিক অধিকার কমিটির প্রতিবাদ‘জনগণের মতামত ছাড়া করিডোর-বন্দর চুক্তির সিদ্ধান্ত সরকার নিতে পারে না’
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে যে আইনি ব্যাখ্যা দিলেন ব্যারিস্টার কাজল
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন