X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

কোটিপতি পিয়ন!

উজ্জ্বল চক্রবর্তী, ব্রাহ্মণবাড়িয়া
০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:৫০আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৬:০৫

ইয়াছিন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর সাবরেজিস্ট্রি অফিস সহকারী (পিয়ন) ইয়াছিন মিয়া সব মিলিয়ে বেতন পান ২৮ হাজার ৭৭৫ টাকার মতো। অথচ জেলা শহরে তার নামে তিনটি বাড়ি রয়েছে। বেনামে রয়েছে একাধিক ফ্ল্যাটসহ বিপুল পরিমাণ সম্পদ। শুধু শহরে থাকা তার সম্পদের আনুমানিক মূল্য ৪-৫ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক সাবরেজিস্ট্রি অফিসের একাধিক কর্মচারী জানিয়েছেন, অনিয়ম-দুর্নীতির মাধ্যমেই পিয়ন পদে চাকরি করে বিপুল পরিমাণ ধন-সম্পদের মালিক হয়েছেন ইয়াছিন। অডিটে ইয়াছিনের কোটি কোটি টাকা অনিয়মের বিষয়টি প্রকাশের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।

২৭ নভেম্বর চট্টগ্রাম রেজিস্ট্রার অফিসের বিভাগীয় পরিদর্শক নৃপেন্দ্র নাথ শিকদার অডিটের সময় সোনালী ব্যাংকের চালানের কপিগুলোয় অসংলগ্নতা দেখতে পান। এসময় তিনি সাবরেজিস্ট্রার মোস্তাফিজুর রহমানকে অফিসে থাকা চালান কপিগুলো ব্যাংকে গিয়ে মিলিয়ে দেখার পরামর্শ দেন। মোস্তাফিজুর রহমান ব্যাংকে গিয়ে চালানের কপিগুলো মেলাতে গিয়ে জানতে পারেন ব্যাংকে সাবরেজিস্ট্রি অফিসের অনেক চালান জমা দেওয়া হয়নি। ইয়াছিন মিয়া সোনালী ব্যাংকের চালান কপিতে ভুয়া সিলমোহর ও স্বাক্ষর করে সরকারি টাকা আত্মসাৎ করেছেন। পরে সাবরেজিস্ট্রার অফিসে এসে ইয়াছিন মিয়াকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি কৌশলে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। তার ব্যবহৃত দু’টি মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

ইয়াছিন মিয়ার এই বাড়িতে থাকেন বড় স্ত্রী এ ঘটনায় সাবরেজিস্ট্রার মোস্তাফিজ বাদী হয়ে ২৯ নভেম্বর (শুক্রবার) রাতে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর পুলিশ তার খোঁজে মাঠে নেমেছে। ওইদিন রাতেই ইয়াছিনের প্রথম স্ত্রী সাজেদা বেগমকে থানায় ডেকে এনে এবং দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমকে তার পশ্চিম পাইকপাড়ার বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ ইয়াছিনের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছে বলে জানা গেছে।

জেলার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি ইউনিয়নের আতুয়াকান্দি গ্রামে ইয়াছিন মিয়ার বাড়ি। তথ্যানুসন্ধানে জানা গেছে, প্রায় ২৩ বছর আগে ইয়াছিন মিয়া সদর উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে পিয়ন পদে চাকরিতে যোগ দেন। এরপর বিভিন্ন সময়ে আশুগঞ্জ ও নাসিরনগর উপজেলায় বদলি করা হলেও ঘুরেফিরে তিনি সদর উপজেলায় ফিরে আসেন। তিনি সাবরেজিস্ট্রি অফিসের নকল, তল্লাশি ও রেজিস্ট্রেশন ফিসহ চালানের টাকা সোনালী ব্যাংকে জমা দিতেন।

প্রথম স্ত্রী সাজেদা বেগম জানান, প্রায় ২৫ বছর আগে ইয়াছিন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের দুই বছর পর ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সাবরেজিস্ট্রার অফিসে পিয়ন পদে চাকরি পান। এরপর পৌর এলাকার ভাদুঘর গ্রামে চার শতাংশ জায়গার ওপর তাকে তিনতলা একটি বাড়ি তৈরি করে দেন। সেই বাড়িতেই তিনি থাকেন। কয়েক মাস আগে তিনি তার বড় ছেলেকে ফ্রান্সে পাঠিয়েছেন।

দুই বহতল ভবনের একটি ইয়াছিন মিয়ার নিজের নামে, আরেকটি ভায়রার নামে

তিনি আরও জানান, তাকে বিয়ে করার ১০ বছর পর ইয়াছিন আকলিমা নামে এক বিধবা নারীকে মেয়েসহ বিয়ে করেন। ওই মেয়েকে ইতালি প্রবাসী এক যুবকের সঙ্গে বিয়েও দিয়েছেন। ইয়াছিন মিয়া তার মেয়ের জামাইয়ের সঙ্গে যৌথভাবে পৌর এলাকার পাইকপাড়ায় একটি ছয়তলা বাড়ি করেছেন।

আকলিমাকে বিয়ের পাঁচ বছর পর ইয়াছিন মকসুরা বেগমের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। পরে তাকেও বিয়ে করেন। পৌর এলাকার মুন্সেফপাড়ার একটি ফ্ল্যাট কিনে সেখানেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাস করতেন ইয়াছিন। দুর্নীতির বিষয়টি প্রকাশের পর তৃতীয় স্ত্রীকে নিয়েই গা ঢাকা দিয়েছেন ইয়াছিন।

ইয়াছিনের বাবা মোহন মিয়া জানান, ছেলের সঙ্গে তার তেমন যোগাযোগ নেই।

এই ভবনে একটি ফ্ল্যাট আছে ইয়াছিন মিয়ার

এ ব্যাপারে সদর সাবরেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ বলেন, ‘এ ঘটনায় তদন্ত চলছে। ইয়াছিন ব্যাংকের ভুয়া চালান কপির মাধ্যমে সরকারি বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ  করেছেন। অডিট শেষে টাকার পরিমাণ বলা যাবে।’

তিনি বলেন, ‘ইয়াছিন মিয়া  যত চালান কপি সোনালী ব্যাংকে জমা দিয়েছেন, তার সব পরীক্ষা করে দেখা হবে।’

এ ব্যাপারে সদর থানার উপপরিদর্শক সুমন চক্রবর্তী বলেন, ইয়াছিনের বিষয়ে জানতে তার দুই স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছি। তার তৃতীয় স্ত্রীকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে,  তৃতীয় স্ত্রী ইয়াছিনের সঙ্গে পালিয়ে গেছেন।

আরও পড়ুন:

সরকারি চালানে ভুয়া সিল, কোটি টাকা আত্মসাৎ 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি