X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সরকারি কলেজের পুকুরের মাছ লুটের অভিযোগ সাদিকের লোকজনের বিরুদ্ধে

সাতক্ষীরা প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ২৩:০৭

সরকারি কলেজের পুকুরের মাছ লুটের অভিযোগ সাদিকের লোকজনের বিরুদ্ধে সাতক্ষীরা সরকারি কলেজের পুকুরের মাছ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সাদিক বাহিনীর সদস্য জামালের লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হলের পেছনের পুকুর থেকে প্রায় ১০ মণ মাছ লুট করে নিয়ে যায় জামাল বাহিনীর সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কলেজের একজন চতুর্থ শ্রেণির কর্মচারী বলেন, সাদিককে বুধবার ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়ার পর তার বাহিনীর সদস্য সন্ত্রাসী জামাল সুযোগ বুঝে আজ সকালে সরকারি কলেজের জিয়া হলের পেছনের পুকুর থেকে বিভিন্ন মাছ লুট করে নিয়ে যায়। আমরা ভয়ে কিছু বলতে পারিনি। এসময় অবশ্য জামাল উপস্থিত ছিলো না। তবে তার বাবা মোহাম্মদ আলী ও মা জামিলা খাতুন দাঁড়িয়ে থেকে জেলেদের দিয়ে মাছ ধরে নিয়ে যায়।
তিনি আরও বলেন, সাদিকের ছোট ভাই পরিচয় দিয়ে এই জামাল গত দুই বছর ধরে কোনও ধরনের লিজ গ্রহণ না করেও সরকারি কলেজের দুটি পুকুর ও একটি লেকের মাছ, আম গাছ ও ডাব নিয়ে গেলেও কেউ কিছু বলার ক্ষমতা রাখে না। জামাল শিক্ষার্থী না হয়েও সে সরকারি কলেজ এলাকায় মেয়েদের উত্ত্যক্ত, ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত। সাদিকের সহযোগী দ্বীপ ও সাইফুল ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার তাকে আর এলাকায় দেখা যাচ্ছে না।
তিনি বলেন, এর আগে নিয়ম মেনে টেন্ডার করে কলেজের পুকুর ও গাছ টেন্ডারে সবোর্চ্চ দরদাতাকে দেওয়া হতো। কিন্তু ছাত্রলীগের এই কমিটি আসার পর তারা আর টেন্ডার করেনি। ছাত্রলীগ সম্পাদক সাদিকের বাহিনী হিসেবে সরকারি কলেজের এসব সম্পদের দেখভালের দায়িত্ব ছিলে জামালের ওপর।
এদিকে জামাল পলাতক এবং মোবাইল ফোন বন্ধ রাখায় তার বক্তব্য নেওয়া যায়নি।
এ বিষয়ে সরকারি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এআর/
সম্পর্কিত
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
সাতক্ষীরা জেলা আ.লীগ নেতা হারুন গ্রেফতার
সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ৩০
সর্বশেষ খবর
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
গাজাবাসীর নিরাপত্তাই ট্রাম্পের প্রধান চাওয়া
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল