X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

ভারতে যা আলোচনা করলেন সীমান্তের ৯ জেলার ডিসি

হিলি প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ২০:৪৩




ভারতে যা আলোচনা করলেন সীমান্তের ৯ জেলার ডিসি সীমান্ত সংক্রান্ত নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ডিসি-ডিএম পর্যায়ের দ্বিপাক্ষিক সম্মেলন শেষে শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে দেশে ফিরেছে বাংলাদেশ প্রতিনিধি দল। রংপুর ও রাজশাহী বিভাগের ৯ জেলা প্রশাসকসহ ৫৯ জনের প্রতিনিধি দলটি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফেরে। ভারতের আমন্ত্রণেই গত ৫ ডিসেম্বর তারা সফর করে।

সীমান্ত দিয়ে চোরাচালান, গরু ও মাদক পাচার রোধ, সীমানা পিলার রক্ষণাবেক্ষণ, ছিটমহল, নদীরক্ষা ও স্থলবন্দরগুলোর কার্যক্রম উন্নতি করাসহ নানা ইস্যু নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তারা।

বৈঠক শেষে দেশে ফিরে প্রতিনিধি দলের প্রধান ও জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশের সীমান্তবর্তী ৯টি জেলা ও ভারতের ৬টি জেলার ডিসি-ডিএম পর্যায়ে বৈঠক হয়। বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার, ফেনসিডিল ও ইয়াবা পাচার, গরুর বিট বা খাটাল, কিছু সীমানা পিলার পরিদর্শন, রক্ষণাবেক্ষণ ও নতুনভাবে করা ছিটমহল, নদীরক্ষার মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্থল বন্দরগুলোর গতিশীলতা বাড়াতে আলোচনা হয়। তিনি জানান, বিভিন্ন স্থলবন্দর বিশেষ করে হিলি বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশ অংশে যেসব অফিস রয়েছে, তাদের (ভারতের) অভ্যন্তরে সেসব অফিস নেই, সেগুলো স্থাপনের আহ্বান জানানো হয়েছে।

সীমান্তের শূন্যরেখায় বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তিনি জানান, দুদেশের মধ্যে সম্প্রীতি বৃদ্ধির জন্য খেলাধুলা, পহেলা বৈশাখসহ নানা সাংস্কৃতিক উৎসব একত্রে পালন নিয়ে কথা হয়। এসব উৎসব সীমান্তের শূন্যরেখায় দুদেশের মানুষ যেন মিলেমিশে করতে পারে এবং সীমান্ত হাট নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নদীর পানি ব্যবস্থাপনা বিষয়ে তিনি জানান, বৈঠকে কিছু নদীর পানি নিয়ে কথা হয়েছে। বিশেষ করে কুড়িগ্রামের নদীতে পানি আসে ভারতের কোচবিহার থেকে, সেই পানি আসার আগাম খবর দেওয়ার বিষয়ে। বর্তমানে আসাম ও মেঘালয় থেকে এরকম সংবাদ দেওয়া হয়। 

বন্দি হস্তান্তর প্রসঙ্গে তিনি জানান, সাজার মেয়াদ শেষ হওয়া আসামিদের আদান-প্রদানের বিষয়ে আলাপ হয়েছে।

চোরাচালানের বিষয়ে তিনি জানান, যেসব সীমান্ত দিয়ে মাদকসহ অন্যান্য পণ্য চোরাচালান হয়, সেসব এলাকায় কাঁটাতারের বেড়া স্থাপনের জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছে। তাদের পক্ষ থেকে সীমান্ত হত্যা বন্ধে আমাদের নাগরিকদের সচেতন করতে বলা হয়েছে। বাংলাদেশিরা সীমান্তের শূন্যরেখাসহ উভয় পার্শ্বের ২শ’ মিটারের মধ্যে যেন প্রবেশ না করে। 

এর আগে প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশের সময় হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত ও হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব তাদের শুভেচ্ছা জানান।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল