X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বার্ষিক পরীক্ষা বন্ধ করে আ. লীগের কাউন্সিলে যোগদান!

নাটোর প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৪২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৮:২৮



নাটোর নাটোরের নলডাঙ্গা উপজেলায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা বন্ধ করে আওয়ামী লীগের কাউন্সিলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৮ ডিসেম্বর) বাসুদেবপুর শ্রীশচন্দ্র বিদ্যা নিকেতন স্কুল এবং ডাক্তার নাসির উদ্দীন তালুকদার কলেজে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের কাউন্সিলে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি ওই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত হন। এদের মধ্যে স্কুল শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। স্কুলের প্রধান শিক্ষক ইয়াছিন আলী বিষয়টি স্বীকার করেছেন।

এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী। তিনি দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি। তার নির্দেশে ৮ ডিসেম্বরের নির্ধারিত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং নবম শ্রেণির রসায়ন পরীক্ষা বাতিল করা হয়েছে। এসব পরীক্ষা ১২ তারিখে হবে।’
জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ বলেন, ‘শিক্ষার স্বাভাবিক কার্যক্রম বন্ধ করে শিক্ষক ও শিক্ষার্থীদের কোনও রাজনৈতিক কর্মসূচিতে যোগদান আইনসঙ্গত নয়। বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বিষয়টি সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমানের একাডেমিক সুপারভাইজার আবু আনসারি জানান, এ ঘটনায় উভয় প্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তৌহিদুর রহমান লিটনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, ‘আমি কাউকে মিটিংয়ে যেতে বাধ্য করিনি। ছাত্রছাত্রী ও শিক্ষকরা আমাকে ভালোবেসে কাউন্সিলে এসেছিল।'

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা