X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বরিশালে ট্রিপল মার্ডার: ৩ দিনের রিমান্ডে পুত্রবধূ মিশু

বরিশাল প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ০৮:৫৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:১৯

আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে মিশুকে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের সাখারী গ্রামে ট্রিপল মার্ডার মামলায় মিশরাত জাহান মিশুকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ ডিসেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরুজ্জামান শুনানি শেষে এ নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল বলেন, রবিবার (৮ ডিসেম্বর) রাতে আসামি জাকির হোসেন ও জুয়েল হাওলাদারের ১৬৪ ধারায় স্বীকারোক্তিতে মিশু সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে। এরপর তাকে ওই রাতে গ্রেফতার দেখিয়ে থানায় রাখা হয়।

সোমবার দুপুরে মিশুকে জুডিশিয়াল আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ব্যাপারে আদালত প্রাঙ্গণে থাকা মিশুর স্বামী কুয়েত প্রবাসী হাফেজ আব্দুর রব বলেন, ‘এ মামলায় যারা দোষী তাদের শাস্তি হোক। কিন্তু কেউ যেন বিনাদোষে হয়রানির শিকার না হয়। আমার মা-সহ স্বজনের হত্যাকারীদের উপযুক্ত শাস্তি চাই। আর আল্লাহ যেন এরকম বিপদ কাউকে না দেয়।’

প্রসঙ্গত, ৬ ডিসেম্বর রব হাওলাদারের বাড়িতে তার মা মরিয়ম বেগম, বোনের ছেলে মো. ইউসুফ এবং বোনজামাই শফিকুল আলমকে হত্যা করা হয়। পরদিন সকালে লাশগুলো উদ্ধার করা হয়। নিহত তিনজনের মধ্যে ইউসুফ ও শফিকুল আলম দুই দিন আগে ওই বাড়িতে বেড়াতে এসেছিলেন। রব ১১ বছর ধরে কুয়েতের একটি মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী ও সন্তান বাড়িতে থাকতো।

এ ঘটনায় রবের ভাই সুলতান মাহামুদ অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। ওই মামলায় জাকির, জুয়েল ও মিশুকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল