X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

খাসিয়ারা পাহাড়ের পরিবেশ রক্ষা করছে: সুলতানা কামাল

মৌলভীবাজার প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৯, ০৭:১৬আপডেট : ১২ ডিসেম্বর ২০১৯, ০৭:২০

সুলতানা কামাল ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিয়াদের অধিকারের পক্ষে দাঁড়িয়েছেন তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সভাপতি মানবাধিকারকর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে খাসিয়ারা পাহাড়ে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। তারা পাহাড়ের পরিবেশ রক্ষা করছে। ঝিমাই চা-বাগান মালিক খাসিয়াদের যাতায়াতের রাস্তা ব্যবহারে প্রতিবন্ধকতা সৃষ্টি ও উচ্ছেদের যে পায়তারা করছে, তা মানবাধিকার লঙ্ঘনের শামিল। শতশত বছর ধরে বসবাস করা খাসিয়াদের বাসস্থান ও চলাফেরার স্বাধীনতা ঐতিহ্যগত অধিকার।’

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই পুঞ্জিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঝিমাই পুঞ্জির ক্ষুদ্র নৃগোষ্ঠী খাসিদের ভূমি অধিকার, নিরাপত্তা পরিস্থিতি ও যাতায়াত সমস্যা পর্যবেক্ষণ করেন সুলতানা কামাল।

তিনি বলেন, ‘মানুষের চলাচলের পথ কেউ বন্ধ করতে পারে না। সেই পথ যদি কারও মালিকানাও থাকে তবুও বাঁধা দেওয়ার অধিকার থাকে না। রাস্তায় চলাচল জনগণের মৌলিক অধিকার। এই অধিকারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কোনও ক্ষমতা কারও নেই।’

বাংলাদেশ আদিবাসী ফোরাম, আইপিডিএস, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠন, বাপা, বেলা, বল্টাস্ট, নিজেরা করি ও এএলআরডি-র যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ঝিমাই পুঞ্জির মন্ত্রী রানা সুরং।

আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের (কুবরাজ) সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং এর সঞ্চালনায় বিশেষ আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি (অব.) মো. নিজামুল হক, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহুরুল হক শাকিল, সিলেট খ্রিস্ট্রীয় ধর্মপ্রদেশ বিশপ বিজয় এনডি ক্রুজ, এএলআরডি’র উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী কুইনস বন সুরাং প্রমুখ।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল