X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেখ রাসেল মডেল স্কুলের নির্মাণকাজ বন্ধ: চাঁদা দাবির অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

রাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ২১:৪৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২২:৫১

কাজ বন্ধ করে বিকালে বসে আছেন শ্রমিকরা চাঁদা না পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শেখ রাসেল মডেল স্কুলের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন মহলকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

অভিযোগে জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্তর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠের দক্ষিণ-পশ্চিম পাশে স্কুলটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। এরপর শ্রমিকদের সেখানে কাজ বন্ধ করে বসে থাকতে দেখা গেছে। এছাড়াও নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা ম্যানেজার আশরাফুল ইসলামকে তুলে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছরের ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠের পাশে চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হয়। ১০ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ভবনের কাজ করছেন মেসার্স শিকদার কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স। কাজ তত্ত্বাবধান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকার বাসিন্দা মমতাজ উদ্দীন ডন।

নির্মাণকাজের তত্ত্বাবধায়ক মমতাজ উদ্দীন ডন জানান, ভবনের নির্মাণ শুরুর একদিন পর বিশ্ববিদ্যালয় শাখার কয়েকজন নেতাকর্মী এসে জানতে চান কার অনুমতি নিয়ে কাজ করা হচ্ছে। এরপর বিষয়টি নিয়ে তারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বসতে বলেন। পরে ১০ আগস্ট ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর সঙ্গে বৈঠক করি। সেখানে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন সভাপতি-সাধারণ সম্পাদক। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এরপর থেকে বিভিন্ন সময় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ফোন করে চাঁদা দাবি করেছেন। এছাড়াও কয়েকবার ছাত্রলীগ নেতাকর্মীদের পাঠিয়ে তাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন তারা।

তার আরও অভিযোগ, রবিবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্তসহ দুই ছাত্রলীগ নেতা এসে ম্যানেজার আশরাফুল ইসলামের খোঁজ করেন। পরে আশরাফুল ইসলামকে না পেয়ে আরেক ম্যানেজার আবু বক্করের সঙ্গে বাজে আচরণ করেন। এ সময় তার কাছ থেকে আশরাফুল ইসলামের ফোন নাম্বার নিয়ে যার তারা। পরে বেলা আড়াইটার দিকে আবার এসে আশরাফুল ইসলামকে নিয়ে গিয়ে আধঘণ্টা পর ছেড়ে দেয়।

বিষয়টি একাধিকবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য চৌধুরী মো. জাকারিয়া এবং সিটি মেয়রকে জানানো হয়েছে বলে দাবি করেছেন মমতাজ উদ্দীন ডন।

তুলে নিয়ে যাওয়ার ব্যাপারে ম্যানেজার আশরাফুল ইসলাম বলেন, ‘আমাকে ডিনস কমপ্লেক্সের পেছনে নিয়ে যায়। আমাকে বলেছে, ডনকে (মমতাজ উদ্দীন ডন) বলবি দ্রুত ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে টাকার বিষয়টি মীমাংসা করতে।’ এর আগ পর্যন্ত তারা কাজ বন্ধ রাখার নির্দেশ দেন বলেও অভিযোগ আশরাফুলের।

এদিকে, বিকাল সাড়ে ৩টায় সরেজমিন স্কুল প্রাঙ্গণে দেখা যায় শ্রমিকরা কাজ বন্ধ করে মাঠে বসে আছেন। নিরাপত্তাহীনতায় ভোগারও কথা জানিয়েছেন তারা। শ্রমিক সবুজ বলেন, ‘সকাল থেকে কাজ করছিলাম। দুপুরে দুজন এসে ম্যানেজারকে কাজ বন্ধ করে দিতে বলেন। তাকে তুলেও নিয়ে যায়। কাজ করতে গেলে যদি ঝামেলা হয়, তাই কাজ করছি না।’

তবে অভিযোগ অস্বীকার করে রাবি ছাত্রলীগের সহ-সভাপতি সুরঞ্জিত প্রসাদ বৃত্ত বলেন, ‘আমি আজ স্কুলের ওদিকে যাইনি। এগুলো মিথ্যা ও ভিত্তিহীন।’

চাঁদা দাবির প্রসঙ্গটি অস্বীকার করেছেন রাবি ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। তারা বলেন, ‘আমরা কখনোই কারও কাছে চাঁদা দাবি করিনি।’

ম্যানেজারকে তুলে নেওয়ার বিষয়ে জানতে চাইলে তারা বলেন, ‘আজকের ঘটনাটি এখনও জানি না। কেউ যদি ছাত্রলীগের নাম ভাঙিয়ে এমন কাজ করে, তাহলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম আজাদ বলেন, ‘এ ধরনের ঘটনা শুনেছি। আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘এখনও কোনও অভিযোগ পাইনি। শেখ রাসেলের নামে স্কুল হচ্ছে, সেখানে চাঁদা চাওয়ার অভিযোগ গুরুতর। যদি অভিযোগ পাই, তাহলে তদন্ত করা হবে, কারও সম্পৃক্ততা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ