X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

ফের বাড়ছে শীত, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২০, ১০:৪৪আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১০:৪৮

ফের বাড়ছে শীত, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন গত কয়েকদিনে রৌদ্রজ্জ্বলের পর আবারও মৃদু শৈত্যপ্রবাহের কবলে কুড়িগ্রামের জনপদ। রাতের সঙ্গে সঙ্গে দিনেও বাড়ছে শীতের প্রকোপ। শীত আর কুয়াশার তীব্রতায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। কুয়াশায় আবৃত হয়ে আছে জনপদ।

কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, মঙ্গলবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে শীতের প্রকোপ বাড়ায় বিপাকে পড়েছে কর্মজীবী মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। শীতের প্রকোপে চরাঞ্চলে বাড়ছে ভোগান্তি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি কমে যাওয়ায় রাত ও সকাল বেলা শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলেও শীতের পোশাকের অভাবে কষ্ট ভোগ করছেন শীতার্তরা।

সদর উপজেলার যাত্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার বলেন, ‘আমার ইউনিয়নের বেশিরভাগ গ্রামই নদীবেষ্টিত। এসব গ্রামের মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্টে দিনযাপন করছে। শীতার্ত এসব মানুষের জন্য কম্বলের পাশাপাশি সোয়েটার ও চাদরসহ শীতবস্ত্র প্রয়োজন।’
ফের বাড়ছে শীত, মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন সরকারি পর্যায়ে কম্বল বরাদ্দ পেলেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য বলে জানান এই চেয়ারম্যান।

সরকারি ও বেসরকারি পর্যায়ে জেলার সব উপজেলায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ চলমান থাকলেও জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে নতুন করে কম্বলের পাশাপাশি শীতবস্ত্র হিসেবে সোয়েটারসহ শীতের পোশাক ক্রয়ের বরাদ্দ পাওয়া গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসনের ত্রাণ শাখা।

জেলা প্রশাসনের ত্রাণ শাখার তথ্য অনুযায়ী, সরকারিভাবে জেলায় এ পর্যন্ত ৬৪ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া শিশুদের শীতের পোশাকের জন্য তিন লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে যা দিয়ে প্রায় দেড় হাজার শীতের পোশাক ক্রয় করে বিতরণ চলমান রয়েছে।
সূত্র আরও জানায়, এসব বরাদ্দ ছাড়াও শিশু খাদ্যের জন্য এক লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
অসহায় মা-মেয়ের সরকারি চাল খেয়েছেন আওয়ামী লীগ নেতা
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
নীরবে কাঁদেন আবু সাঈদের বাবা-মা, দেখতে চান ছেলে হত্যার বিচার
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
ফিরে দেখা: ২ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক