X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খাল ভরাটের অভিযোগ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ০৯:২৭আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ০৯:৪৫

বালি মিশ্রিত পানিতে ভরাট হয়ে যাচ্ছে খাল গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় রাতইল ইউনিয়নে ওয়াবদা খাল ভরাটের অভিযোগ ওঠেছে বালু ব্যবসায়ীর বিরুদ্ধে। ফলে মরা খালে পরিণত হয়েছে খালটি। খাল ভরাট হয়ে যাওয়ায় ওই এলাকার লোকজনের ফসলি জমির ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে।

এলাকাবাসী জানায়, খালটি উপজেলার জঙ্গল মুকুন্দপুর, বুধপাশা, পারকরফা স্লুইচ গেট হয়ে মধুমতি নদীতে গিয়ে মিশেছে। খাল দিয়েই এলাকার পানি ও ক্ষেতের পানি মধুমতি নদীতে নামে। কিন্তু খাল ভরাট হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চাষিরা।

বালি মিশ্রিত পানিতে ভরাট হয়ে যাচ্ছে খাল চরভাটপাড়া গ্রামের কৃষক আবুল বাশার শেখ জানান, বর্ষা মৌসুমে এলাকার কয়েকটি গ্রামের সব পানি এ খাল দিয়ে মধুমতি নদীতে যায়। খালের কারণে তারা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পান। মাঠে ঠিকমতো ফসল ফলে। এই খাল বাঁচাতে না পারলে তাদের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হবে। মাঠের ফসল পানির নিচে তলিয়ে যাবে। খালটি বাঁচাতে তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগ রয়েছে,  সদর উপজেলার গোবরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঠিকাদার ফয়সাল কবির কদরের চর ভাটপাড়া মৌজায় একটি বালুর চাতাল করেন। সেখানে তিনি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছেন। সেই বালুর চাতালের পানি নিষ্কাশনের জন্য একটা আউট লাইন করে সেটা ওয়াবদা খালের সঙ্গে সংযুক্ত করেন। এই আউট লাইন দিয়ে পানি ও  বালু পড়ে খালটি ভরাট হয়ে যাচ্ছে।

বালি মিশ্রিত পানিতে ভরাট হয়ে যাচ্ছে খাল এ বিষয়ে ফয়সাল কবির বলেন, ‘আসলে আমি ওখানকার মধুমতি নদীর বালু মহালটি ইজারা নিয়ে স্থানীয় বালু ব্যবসায়ীদের কাছে ঠিকা দিয়ে দিয়েছি। তারা কী করেছেন আমি জানি না। তবে যদি খাল ভরাট হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদেরকে বালু কাঁটতে নিষেধ করে দেবো।’

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস বলেন, ‘আমরা মৌখিকভাবে এ বিষয়ে অভিযোগ পেয়েছি। সরকারি খাল ভরাট করলে তা অপসারিত করতে হবে। তা না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বালি মিশ্রিত পানিতে ভরাট হয়ে যাচ্ছে খাল এ ব্যাপারে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন,  ‘এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে খালের মধ্যে যাতে বালু না যায় তার জন্য এবং খালের মধ্যে যেটুকু বালু পড়ে খাল ভরাট হয়েছে তা অনতিবিলম্বে অপসারণ করার নির্দেশ দিয়েছি। বালু সরিয়ে না ফেললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা