X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যাত্রী সেজে বাসে উঠে ডাকাতি

বাগেরহাট প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২০, ১৭:৩৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৭:৫৫

যাত্রী সেজে বাসে উঠে ডাকাতি


ঢাকা থেকে পিরোজপুরগামী বাসে যাত্রী সেজে উঠে গহনা, নগদ টাকা, মোবাইল ফোন লুট করে নিয়েছে সশস্ত্র ডাকাত দল। ডাকাতদের অস্ত্রের আঘাতে গাড়িচালক দীন ইসলাম (৪০) জখম হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বাসের যাত্রীরা জানিয়েছে, শুক্রবার দিনগত রাত একটার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটি ফরিদপুরের ভাঙ্গার মোড়ে পৌঁছলে ডাকাত দল গাড়িচালক দীন ইসলাম ও তার সহকারী আবিদ হোসেনকে অস্ত্রের মুখে জিম্মি করে বাসের নিয়ন্ত্রণ নেয়। পরে তারা মুখোশ পড়ে যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ অন্যান্য মালামাল লুট করে। প্রায় আড়াই ঘণ্টা পর শনিবার ভোর সাড়ে তিনটার দিকে ডাকাতদল বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার মাথাভাঙা এলাকায় এসে গাড়ি থামিয়ে নেমে যায়।
ডাকাতির শিকার হওয়া এনজিও কর্মী শিল্পী আক্তার বলেন, মুখোশ পড়া ডাকাতরা যাত্রীদের স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয়। বাগেরহাট পৌঁছার পর আমি পুলিশকে খবর দেই। তবে পুলিশ ডাকাতির ঘটনায় জড়িত কাউকে এখনো সনাক্ত করতে পারেনি। মালামাল লুট হওয়া যাত্রীদের বাড়ি বাগেরহাট, গোপালগঞ্জ ও পিরোজপুর জেলায়।
বাসের সহকারী আবিদ হোসেন বলেন, শুক্রবার রাত পৌনে নয়টার দিকে সাভারের নবীনগর কাউন্টার থেকে আটজন যাত্রী বাসে ওঠেন। বাসটি ফরিদপুরের ভাঙ্গার মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ওই যাত্রীরা আমাকে ও চালককে মারধর শুরু করে। এসময় চালক দীন ইসলামকে গাড়ির নিয়ন্ত্রণ ছাড়তে বলে তারা। কিন্তু চালক রাজি না হওয়ায় ধারালো অস্ত্র দিয়ে তার মুখে আঘাত করে ডাকাতরা। তারা গাড়ি নিয়ন্ত্রণে নেয়। ডাকাতির শিকার হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আবজাল বলেন, পুলিশ যাত্রীদের সঙ্গে কথা বলেছে। বাসের চালক দীন ইসলাম অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। তাকে বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যাত্রীদের মামলা দিতে বলা হয়েছে। ডাকাত দলকে সনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ