পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য ফুলের চাহিদার কোনও সীমা নেই। তাই ফুলের দোকানে ফুল কিনতে হিড়িক পড়েছে দিনাজপুরের হিলিতে।
ফুল কিনতে আসা শামীমা নাজনীন নামের এক তরুণী বলেন, ‘আজ বিশ্ব ভালোবাসা দিবস। তাই সকাল থেকে অনেক সুন্দর করে সেজেছি। তার সঙ্গে একটি গোলাপ ও একটি রজনীগন্ধা ফুলের স্টিক নিয়েছি পছন্দের মানুষকে উপহার দেবো বলে।’
আরিফ ও শিরিন নামের এক দম্পতি বলেন,‘কয়েকদিন হলো নতুন বিয়ে করেছি। তাই একটু ঘোরাঘোরি।’
হিলির সোনারপট্টির বেলী ফুল ঘরের মালিক আব্দুল বাতেন শেখ বলেন, ‘ভালোবাসা দিবসকে ঘিরে আজ সকাল থেকেই বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা ফুল কিনতে আসছে। এবার বেশ কয়েক রকম নতুন জাতের ফুল সংগ্রহ করেছি। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আমার এখানে সব রকমের ফুল রেখেছি। একটি গোলাপের একটি স্টিক ৪০ টাকা, রজনীগন্ধার স্টিক ১০ টাকা, গাঁদা ফুলের মালা ৮০ টাকা, গ্লাডিওলাস ৩০ টাকা, জারবেরা ৩০ টাকা, চন্দ্রমুখী ১০ টাকা ও জিপসি ১০ টাকা দরে বিক্রি করছি।