X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:০৮

উজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আগুন লেগে আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়েছে। রবিবার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে। উজিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা রাতেই আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে বিএনপি নেতাদের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে।

কার্যালয়ের পাহারাদার আনসার হাওলাদার বলেন, ‘প্রতিদিনের মতো রবিবারও রাতের খাবার খেতে নিজ বাড়িতে যাই।  বাড়িতে থাকা অবস্থায় খবর পাই বিএনপি কার্যালয়ে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে চলে আসি। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হুমকি ধামকি উপেক্ষা করে বিএনপি কার্যালয়ে পাহারা দিচ্ছি।’ তবে কারা এ হুমকি দিচ্ছে এ বিষয়টি তিনি পরিষ্কার করেননি।

উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার মান্নান মাস্টার বলেন, ‘দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের কার্যালয় পুড়িয়ে দিয়েছে। রাজনৈতিকভাবে কোণঠাসা করতে প্রতিপক্ষরা এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবো আমরা।’

উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আব্দুর রশিদ জানান, ‘রাত সাড়ে ১১টায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি আমরা।’

উল্লেখ্য কেন্দ্রীয় বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর পৌর এলাকার ওই স্থানে ২০০০ সালে মাতৃমঙ্গল মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করেন। পরবর্তীতে স্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকায় উজিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অস্থায়ী কার্যালয় হিসেবে এটি ব্যবহার করে আসছে।

এ ব্যাপারে উজিরপুর থানার ওসি এ ব্যাপারে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউল আহসান বলেন, আগুনের বিষয়টি জানার পর সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখন পর্যন্ত বিএনপি থেকে কোনও অভিযোগ দেওয়া হয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা