X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘করোনা ভাইরাসের নয়, আমি গুজবের শিকার’

টাঙ্গাইল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৮

টাঙ্গাইল ‘আমি করোনা ভাইরাসের নয়, গুজবের শিকার। স্থানীয়দের ভুল সন্দেহের তোপে আমি হাসপাতালে গিয়েছিলাম। সেখানে আমার শরীরে করোনার কোনও লক্ষণ পাওয়া যায়নি।’ সোমবার (১৭ ফেব্রুয়ারি) আক্ষেপের স্বরে কথাগুলো বললেন করোনা ভাইরাসের গুজবে ব্যক্তিজীবনে হয়রানির শিকার সিঙ্গাপুরফেরত এক ব্যক্তি।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসিন্দা ওই প্রবাসী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গত ১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে ছুটিতে আসি। বিমানবন্দরেও পরীক্ষা করা হয়েছে। সেখানে আমার করোনা ভাইরাসে আক্রান্তের কোনও নমুনা পাওয়া যায়নি। বাড়ি আসার পর এলাকার লোকজন শত্রুতা করে আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করছে। আমি স্থানীয়দের সন্দেহের কারণে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের গিয়েছি। এছাড়া বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আমার নিয়মিত খোঁজ-খবর রাখছেন।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে যাওয়ায় কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে আমার স্ত্রী নাকি আমাকে ছেড়ে পালিয়েছে। বিষয়টি আমার জন্য অন্ত্যন্ত মানহানিকর। আমাদের দাম্পত্য জীবন ভালোভাবেই কাটছে।’

এ বিষয়ে তার স্ত্রী বলেন, ‘আমার স্বামী প্রতি বছর একবার করে ছুটি নিয়ে দেশে আসেন। গত চার মাস আগেও তিনি এসেছিলেন। আবার গত ১৩ ফেব্রুয়ারি দেশে ফেরার কারণে স্থানীয়রা মনে করছে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। স্থানীয় কেউ শত্রুতা করে গুজব ছড়িয়ে আমাদের সুখের সংসারে অশান্তি সৃষ্টি করতে চাচ্ছে। কিছু গণমাধ্যমে এমন ভুয়া তথ্য প্রকাশের জন্য আমি নিন্দা জানাচ্ছি।’

বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘সিঙ্গাপুর ও বাংলাদেশ বিমানবন্দরে তাকে স্ক্যানিং করানো হয়েছে। কোথাও তার করোনার লক্ষণ পাওয়া যায়নি। এছাড়াও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পরীক্ষা করেও তার করোনা আক্রান্তের নমুনা মেলেনি। আমরা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইডিসিআর) সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছেন, তার মধ্যে কোনও করোনা ভাইরাস নেই। তিনি ভালো আছেন। তিনি এখন পরিবারের সঙ্গেই রয়েছেন।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা