X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

না.গঞ্জে করোনায় মৃত নারীর ৮ আত্মীয় কোয়ারেন্টিনে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৯:২৩আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৯:৩৪

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীর ভাবি, ভাতিজাসহ আট নিকট আত্মীয়কে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়া এলাকার বাসিন্দা। শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সদর মডেল থানা পুলিশসহ জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ওই আত্মীয়ের বাড়িতে পৌঁছে তাদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেন। তাদের দেখাশোনার দায়িত্ব নিয়েছে সিটি করপোরেশনের স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।

এদিকে ওই নারীর সঙ্গে অ্যাম্বুলেন্সে করে ঢাকার হাসপাতালে যাওয়া স্থানীয় এক দৈনিকের সাংবাদিককে হোম কোয়ারেন্টিনে রাখতে খোঁজ চলছে।

জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, করোনায় আক্রান্ত মৃত নারী অসুস্থ অবস্থায় এক রাত নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় ওই আত্মীয়ের বাড়িতে ছিলেন। সেখানে দুই পরিবারের আট জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ওই নারীর খুব ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা এক আত্মীয় ও স্থানীয় সাংবাদিককে কোয়ারেন্টিনে আনা জরুরি হয়ে পড়েছে বলে জানান তিনি।

এর আগে, শুক্রবার সকালে ওই নারীর মৃত্যুর ঘটনায় তার সংস্পর্শে আসা সদর জেনারেল হাসপাতালের এক ওয়ার্ডবয়কে আইসোলেশনে পাঠানো হয়। পাশাপাশি এক চিকিৎসক ও নার্সসহ আরও ১০ জনকে কোয়ারেন্টিনের আওতায় নেয় জেলা স্বাস্থ্যবিভাগ। গত ২৯ মার্চ ওই নারী ঠাণ্ডা-জ্বরে অসুস্থ হলে স্বজনরা প্রথমে নারায়ণগঞ্জ সদর জেলারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যান। পরে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ৩০ মার্চ সেখানে তার মৃত্যু হয়। বিষয়টি জানানোর পর আইইডিসিআর কর্তৃপক্ষ মরদেহের নমুনা সগ্রহ করে নিয়ে গেলে ২ এপ্রিল রিপোর্টে বলা হয় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি